Gaming Phones: সাধ্যের মধ্যে এই পাঁচটি সেরা গেমিং ফোন হবে আপনার প্রথম পছন্দ

৩০,০০০ টাকার নীচে উপলব্ধ ৫টি সেরা গেমিং স্মার্টফোন দেখে নিন

সাম্প্রতিক সময়ে মোবাইল গেমিংয়ের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে যুবসমাজ। আর তাই ভারী গেমিং সাপোর্ট করে এমন মোবাইলের চাহিদাও দিন কে দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে আপনিও যদি নিজের জন্য একটি গেম-কেন্দ্রিক স্মার্টফোন কিনে ইচ্ছুক থাকেন, তবে আজ আমরা আপনাকে ৩০,০০০ টাকার কমে উপলব্ধ ৫টি সেরা মডেলের হৃদিশ দেব। এই তালিকায় – Redmi K50i, Poco F4, Nothing Phone (1), এমনকি চলতি বছরে লঞ্চের মুখ দেখা Realme GT Neo 3T ও iQOO Neo 7 স্মার্টফোনও সামিল আছে। প্রত্যেকটি মডেল দুর্দান্ত পারফরম্যান্স ও শক্তিশালী ব্যাটারি ফ্রন্ট অফার করে। সাথে আল্ট্রা গ্রাফিক্স বা হাই এফপিএস (fps) রেটও সাপোর্ট করে। চলুন মিড-রেঞ্জের অধীনে আগত ৫টি ‘বেস্ট-সেলিং’ হ্যান্ডসেটের দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…

Best Phone Under 30000 5G and 8GB Ram

৩০,০০০ টাকার নীচে উপলব্ধ ৫টি সেরা গেমিং স্মার্টফোন (Best Gaming Smartphones Under Rs 30000)

iQOO Neo 7: ডুয়েল সিমের (ন্যানো) আইকো নিও ৭ ৫জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ২০:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট,৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ৩৮৮ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯৩.১১% স্ক্রীন-টু-বডি রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মালি জি৬১০ জিপিইউ সহ ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ ৫জি প্রসেসর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। গেম সম্পর্কে উৎসাহী ব্যক্তিদের জানিয়ে রাখি, ভারী গেমিং সেশনের সময় তাপ ব্যবস্থাপনার জন্য iQOO Neo 7 5G ফোনে গ্রাফাইট ৩ডি (3D) কুলিং সিস্টেম বিদ্যমান, যার সার্ফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল ৭,৫১৮ মিমি। এই কুলিং সিস্টেম স্পিড কন্ট্রোল ফিচার সহ এসেছে, যা ব্যবহারকারীদের গেমিংয়ের সময় টাচ রিকোগনিশন সামঞ্জস্য করতে দেয়। আলোচ্য মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – OIS সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে মিলবে ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

দাম – iQOO Neo 7 ফোনের দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের।

Redmi K50i: রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর সমন্বিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, কে-সিরিজের এই ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। IP53 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম – Redmi K50i ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের বিক্রয় মূল্য থাকছে ২৪,৬৯৮ টাকা।

Poco F4: ডুয়েল-সিমের (ন্যানো) পোকো এফ৪ ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ই৪ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DCI-P3 কালার গ্যামেট, ডলবি ভিশন এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে উক্ত হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, পোকো এফ৪ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – OIS-এনাবল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এফ-সিরিজের এই ৫জি-এনাবল ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

দাম – Poco F4 ফোনের দাম ২৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

Realme GT Neo 3T: ২০২৩ সালে লঞ্চ হওয়া এই ফোনটি ৩০,০০০ টাকার নিচে উপলব্ধ অন্যতম সেরা গেমিং হ্যান্ডসেটে। ফিচার হিসাবে রিয়েলমি জিটি নিও ৩টি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬২-ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, জিটি নিও সিরিজের এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার। আর ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। আর নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

দাম – Realme GT Neo 3T ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে কেনা যাবে ২৬,৪৯৯ টাকায়।

Nothing Phone (1): ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ -এ কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেন্সিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। জানিয়ে রাখি, গ্লাস ডিজাইনের সাথে আসার দরুন ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। নাথিংয়ের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রথমটি হল – OIS, EIS ও এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। আর দ্বিতীয়টি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা এফ/২.২ অ্যাপারচার, EIS, ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং একটি ম্যাক্রো মোড সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য নাথিং আনীত এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে।

দাম – Nothing Phone (1) স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পটি কেনার জন্য ব্যয় করতে হবে ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩৫,৯৯৯ টাকা।