Best Camera Phones: রেডমি থেকে স্যামসাং, কম দামে সেরা OIS ক্যামেরা ফোন দেখে নিন

এই প্রতিবেদনে আমরা কম দামের OIS ক্যামেরা ফিচারযুক্ত কয়েকটি ফোনের বিষয়ে জানিয়েছে

DSLR Quality Camera Phone

সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্টফোন থেকে ফটো বা ভিডিওগ্রাফি খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। কারণ স্মার্টফোনেও এখন ভালো ক্যামেরা পাওয়া যায়। ইমেজ সেন্সরের পাশাপাশি ফোনের ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অর্থাৎ ওআইএস (OIS) ক্যামেরা ফিচার পাওয়া যায়। এই সাহায্যে, কোনো ভিডিও খুব ভালভাবে ক্যাপচার করা যায়। ভিডিওশুটের সময় আপনার হাত নড়লেও ভিডিওতে তার প্রভাব পড়েনা। আগে এই ফিচার প্রিমিয়াম ফোনে পাওয়া যেত। তবে এখন কম দামী ফোনেও OIS ফিচার দেওয়া হচ্ছে। তাই আপনি যদি স্মার্টফোন থেকে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার কথা ভেবে থাকেন, কিন্তু কোন ফোন আপনার এই কাজে সেরা হবে তা বুঝতে না পারেন। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা কম দামের ওআইএস ক্যামেরা ফিচারযুক্ত কয়েকটি ফোনের বিষয়ে বলবো।

iQOO Z7 5G

আজই ভারতে লঞ্চ হয়েছে আইকো জেড৭ ৫জি, যার দাম শুরু হয়েছে ১৮,৯৯৯ টাকা থেকে। এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৬৪ মেগাপিক্সেলের Samsung ISOCELL GW3 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।

Samsung Galaxy A23 5G

Samsung Galaxy A23 5G-এ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। এই ফোনের দাম শুরু হয়েছে ১৮,৪৯৯ টাকা থেকে।

Motorola Edge 30

Motorola Edge 30 ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১১৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো ভিশন লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। ডিভাইসটির ৬ জিবি র‍্যাম বিকল্পকে ২৪,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র‍্যাম অপশনকে ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Redmi Note 12 Pro 5G

Redmi Note 12 Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের আসল দাম ২৩,৯৯৯ টাকা।