Xiaomi আনছে সেকেন্ডারি ডিসপ্লে সহ ডুয়েল সাইড স্লাইডিং স্মার্টফোন? দায়ের পেটেন্ট

QWERTY কি-প্যাড, স্লাইডিং ফোন, ফ্লিপ ফোনের একচ্ছত্র সাম্রাজ্য আজ টাচস্ক্রিন স্মার্টফোনে আক্রান্ত। প্রযুক্তি দুনিয়ার অলিখিত নিয়ম: সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হবে। আর সেই নিয়ম মেনেই মুঠোফোনের ডিজাইনে হয়েছে অকল্পনীয় বিবর্তন। কিন্তু অনেক সময় এই ডিজাইন মনে হয় একঘেয়ে। আচ্ছা, পুরোনো ডিজাইন যদি আধুনিকতার মোড়কে ফিরিয়ে গ্রাহকদের নতুনত্বের স্বাদ দেওয়া যেত? স্মার্টফোন ব্র্যান্ডগুলি কিন্তু সেরকমই প্রচেষ্টা করে চলেছে। Nokia C6-এর কথা মনে আছে? স্লাইড করলে তলা থেকে বেরিয়ে আসতো কি-বোর্ড। সেই কনসেপ্টেরই ছোঁয়া এবার Xiaomi-এর পেটেন্ট নেওয়া ফিউচারিস্টিক স্মার্টফোনের ডিজাইনে দেখা গেল। রিপোর্ট বলছে, Xiaomi ডুয়াল সাইড স্লাইড মেকানিজম (Dual Side Slider Mechanism) এবং সেকেন্ডারি ডিসপ্লে (Secondary Display) যুক্ত একটি স্মার্টফোন ডিজাইনের পেটেন্টের জন্য আবেদন জানিয়েছিল। এ বছরের জানুয়ারিতে পেটেন্টটি দায়ের হয় এবং গত সপ্তাহে সেটি প্রকাশিত হয়েছে।

লেটসগোডিজিটাল-এর প্রতিবেদন অনুসারে, দু’দিকে কাজ করবে এমন ইউনিক এবং ফিউচারিস্টিক ডুয়াল স্লাইডার স্মার্টফোনের পেটেন্ট Xiaomi নিয়েছে। সহজ ও সরল ভাষায় বললে, Xiaomi-এর এই ডিভাইসে ফ্রন্ট প্যানেলের নিচে একটি অংশ রয়েছে যা ডিভাইসের ডান ও বামদিকে স্লাইড হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে ডিজাইনের বিশেষত্ত্ব বোঝানোর জন্য ডুয়েল স্লাইডিং শব্দটির ব্যবহার যথাযথ।

পেটেন্টের সাথে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে তা আরও চিত্তাকর্ষক। কারণ ডুয়াল সাইড স্লাইডারের প্রত্যেকটির নিজস্ব উদ্দেশ্য রয়েছে। যখন ব্যবহারকারী ডিভাইসটি ডান দিকে স্লাইড করছেন, তখন ক্যামেরা মডিউলটি বার হয়ে আসছে। আবার স্লাইডার মেকানিজমের বামদিক সেকেন্ডারি ডিসপ্লে আনকভার করছে। সেকেন্ডারি ডিসপ্লেটি সংকীর্ণ হলেও প্রাইমারি ডিসপ্লের মতো লম্বা। স্লাইডিং মেকানিজমের ওপর ক্যামেরা বসানোর ফলে শাওমির এই ডিভাইসে ফ্রন্ট ক্যামেরাটি সাধারণ অবস্থায় দৃশ্যমান হবে না। যা প্রচলিত স্মার্টফোনগুলির সম্পূর্ণ বিপরীত।

Xiaomi patents dual side sliding smartphone
Photo Credit: LetsGoDigital

আবার ডিভাইসটির ব্যাক প্যানেলেও রিয়ার ক্যামেরা মডিউলের চিহ্নটুকু নেই। কারণ স্লাইডার মেকানিজমের ওপরে সেন্সরগুলি অবস্থান করছে। রিয়ার ক্যামেরার জন্য এতে চারটি কাটআউট ও ফ্রন্ট ক্যামেরার জন্য তিনটি কাটআউট দেখা যাচ্ছে। দুঃখের বিষয়, শাওমি বর্তমানে এরকম কোনো ডিভাইসের ওপর কাজ করছে কীনা, তা জানবার উপায় নেই। তবে সংস্থাটি যেহেতু উদ্ভাবনী স্মার্টফোন ডিজাইন সামনে আনার জন্য পরিচিত, তাই ভবিষ্যতে কোনো এক সময় এরকম কনসেপ্ট ডিভাইস চাক্ষুষ করার আশা আমরা রাখতেই পারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন