মারুতি সুজুকির বাম্পার অফার: আয়ের প্রমাণ না থাকলেও ১০০ শতাংশ ধারে বাড়ি নিয়ে যান গাড়ি

করোনা সংক্রমন থেকে মানুষদের বাঁচাতে মার্চ মাসের শেষে দেশব্যাপী লকডাউন জারি করেছিল সরকার। যার ফলে অটোমোবাইল কোম্পনিগুলির ব্যবসা পুরোপুরি বন্ধ রাখতে হয়। রিপোর্ট অনুযায়ী ওইসময় ‘শূন্য’ গাড়ি বিক্রি করেছিল কোম্পানিগুলি। তাই এখন লকডাউনের শিথিলতাকে কাজে লাগিয়ে নিজেদের পুরোনো বাজার ফিরিয়ে আনতে চাইছে তারা।

আর সেই সময় দেশের সবচেয়ে বড়ো অটোমোবাইল কোম্পানি পিছিয়ে থাকলে চলে? ভারতের অন্যতম কোম্পানি Maruti Suzuki ইন্ডাস ইন্ড ব্যঙ্কের সাথে হাত মিলিয়ে একটি অফার নিয়ে এল। এই অফারে মারুতির গাড়ি কিনলে গ্রাহকের জন্য সস্তায় লোনের ব্যবস্থা করা হবে।

অফার সম্পর্কে বিস্তারিত জানুন :

শোনা যাচ্ছে যে গ্রাহক যদি মারুতি সুজুকির গাড়ি লোন করে কিনতে চান তবে ব্যাঙ্ক তাকে স্বল্প হারের লোনের ব্যবস্থা করে দেবে। আর সেই লোনের পরিমাণ হবে গড়িটির অনরোড দামের ১০০%। IndusInd Bank এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী মারুতি গ্রাহকদের দেওয়া হবে অধিক সুবিধা। গ্রাহক যদি এক লাখ টাকার লোন নেন তবে তাকে প্রথম ৩ মাসে ৮৯৯ টাকা করে ই এম আই দিতে হবে। তবে তারপর থেকে গ্রাহককে প্রতিমাসে ১৮০০ টাকা /লাখ হিসেবে দিতে হবে বলে জানা গিয়েছে।

কাদের দেওয়া হবে লোন?

মহামারিতে নগদ অর্থের অভাবে গাড়ী কিনতে পারছেন না অনেকেই। মারুতি সুজুকি ইন্ডাস ইন্ড ব্যঙ্কের অন্যতম অংশীদার। তাই মারুতি গ্রাহকদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই অফার এনেছে। কোম্পানির মতে এটি গ্রাহক ও কোম্পানি উভয়েরই লাভ। ব্যঙ্ক এবং কোম্পানির চুক্তি অনুসারে যে সমস্ত গ্রাহকের বৈধ আয়ের প্রমাণ আছে তাদের ১০০% পর্যন্ত লোন দেওয়া হবে। তবে যাদের বৈধ আয়ের প্রমান নেই তাদের জন্যও ব্যবস্থা রেখেছে কোম্পানি। বৈধ আয়ের প্রমান না থাকলে গ্রাহক এক্স শো রুমের দামের ওপর ১০০% পর্যন্ত লোন নিতে পারবেন।

লক্ষণীয় যে মারুতি সুজুকি এর আগেও অন্যান্য অনেক ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে এইরমঅফার এনেছিল। সম্প্রতি এই সংস্থা আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এর সাথেও কিছু চুক্তিতে আবদ্ধ রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *