Mobiles

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা এবং বেসিক ব্যাটারি ব্যবহার করা হতো। আর এখন সেখানে পাওয়া যায় সুপার অ্যামোলেড স্ক্রিন, 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা এবং 6,000 এমএএইচ পর্যন্ত ব্যাটারি। এছাড়াও, বর্তমানে বাজেট এবং মিড রেঞ্জ স্মার্টফোনে এমন কিছু ফিচার দেওয়া হয়, যার ফলে এই দুটি সেগমেন্টের স্মার্টফোনের মধ্যে পার্থক্য করাও বেশ কঠিন হয়ে পড়ে। এদিকে আবার স্মার্টফোন নির্মাতারা কিছুদিন অন্তর অন্তর নতুন ডিভাইস লঞ্চ করছে। তাই এমন পরিস্থিতিতে নিজের বাজেট অনুযায়ী লেটেস্ট ফিচার যুক্ত স্মার্টফোন খুঁজে বের করা বেশ কঠিন।

তাই, আজ আমরা এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে লেটেস্ট ফিচার সহ পাঁচটি ব্র্যান্ডেড স্মার্টফোন সম্পর্কে জানাবো, যেগুলির সম্পর্কে জানার পর আপনি সহজেই এর মধ্যে থেকে নিজের জন্য একটি স্মার্টফোন বেছে নিতে পারবেন। তাই আর দেরি না করে আসুন Realme, Redmi, Samsung, CMF এবং IQOO-এর নির্বাচিত এই ডিভাইস গুলো সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

20 হাজার টাকার কমে সেরা 5 স্মার্টফোন

Realme Narzo 70

Realme Narzo 70 স্মার্টফোনের দাম 15,000 টাকারও কম। তবে, এই ডিভাইসটি চমৎকার পারফরম্যান্স এবং লুক অফার করে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট দ্বারা চালিত এই স্মার্টফোনে আছে 6.67 ইঞ্চি 120 হার্টজ অ্যামোলেড স্ক্রিন, যেটি 600 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে।

আর অ্যান্ড্রয়েড 14 বেসড এই ডিভাইসটি রিয়েলমি 5.0 কাস্টম স্কিনে রান করে। এই হ্যান্ডসেটে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বিদ্যমান। এদিকে, ক্যামেরা ফিচার সম্পর্কে কথা বললে, এই ফোনে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তাছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5,000 এমএএইচ ব্যাটারি, যা 45 ওয়াট পর্যন্ত চার্জিং সমর্থন করে। নীল এবং সবুজ রঙের অপশনে উপলব্ধ এই ডিভাইসটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমানে Realme Narzo 70 এর বেস মডেলটি Amazon-এ 13,999 টাকায় উপলব্ধ।

CMF Phone 1

এখন CMF Phone 1 স্মার্টফোনটির 6 জিবি র‍্যাম এবং 128 জিবি বেস ভ্যরিয়েন্টটি 15,999 টাকায় উপলব্ধ। ডিভাইসটির ম্যাট ব্যাক প্যানেল এবং মডুলার ডিজাইন এটিকে বিশেষ করে তোলে। ফিচারের কথা বলতে গেলে, এই ফোনে দেওয়া হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, 6 জিবি পর্যন্ত র‍্যাম, 256 জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ এবং 5,000 এমএএইচ-এর ব্যাটারি, যা 33 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। আবার, অ্যান্ড্রয়েড 14 বেসড এই ডিভাইসটি নাথিং ওএস 2.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। আর ক্যামেরা হিসেবে এই হ্যান্ডসেটে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া, এর সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা উপস্থিত।

Redmi Note 13

চলতি বছরে Redmi লঞ্চ করেছে Redmi Note 13 স্মার্টফোনটি, যেটি এখন Amazon India-য় 16,999 টাকায় তালিকাভুক্ত আছে। আর এতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট, 6.7 ইঞ্চি 120 হার্টজ অ্যামোলেড স্ক্রিন, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি। আর এতে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়াও, এই ডিভাইসে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ উপস্থিত।

Samsung Galaxy M35

Samsung Galaxy M35 হলো বাজারে উপলব্ধ সেরা স্মার্টফোন গুলির মধ্যে একটি। যাতে আছে 6.6 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশনও উপস্থিত। এছাড়া, পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে এক্সিনস 1380 চিপসেট ব্যবহার করা হয়েছে।

অ্যান্ড্রয়েড 14 বেসড এই স্মার্টফোনটি ওয়ানইউ আই 6.1 অপারেটিং সিস্টেমে চালিত। আর সংস্থার প্রতিশ্রুতি অনুযায়ী, এই হ্যান্ডসেটটি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ পাবে। এছাড়াও, এই ডিভাইসে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ উপস্থিত।

Samsung-এর এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে 6,000 ব্যাটারি, যেটি 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে, Samsung Galaxy M35 স্মার্টফোনটি Amazon-এ 19,999 টাকায় উপলব্ধ, এছাড়াও এই ডিভাইসের সাথে পাওয়া যাবে 1,000 টাকা ডিসকাউন্ট কুপনও।

iQOO Z9s

সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z9s ডিভাইসটি 20,000 টাকার কমে উপলব্ধ সেরা লুকিং স্মার্টফোন। যাতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7,300 চিপসেট। আর ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চি 120 হার্টজ থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে।

ধুলো ও জল প্রতিরোধী আইপি 64 রেটিং প্রাপ্ত এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 বেসড ফানটাচ ওএস অপারেটিং সিস্টেমে কাজ করে। আর, সংস্থার প্রতিশ্রুতি অনুযায়ী, হ্যান্ডসেটটি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও, এতে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজও উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে 5,000 এমএএইচের ব্যাটারি, যা 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা ফিচার সম্পর্কে কথা বললে এতে দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স 882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

26 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

1 hour ago