boAt Wave Neo স্মার্টওয়াচ দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ভারতে লঞ্চ হল, দাম ২ হাজার টাকার কম

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল দেশীয় সংস্থা boAt এর Wave Neo স্মার্টওয়াচ। এটি ১.৬৯ ইঞ্চি টাচ ডিসপ্লে সহ এসেছে। এছাড়া এতে রয়েছে SpO2 মনিটর, হার্ট রেট সেন্সর এবং সাতদিনের ব্যাটারি লাইফ অফার করার ক্ষমতা। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Wave Neo স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Wave Neo স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট ওয়েভ নিও স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। আজ অর্থাৎ ২৭ মে বেলা বারোটা থেকে ফ্লিপকার্টে শুরু হবে এর বিক্রি। ব্ল্যাক, ব্লু এবং বারগান্ডি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন এই স্মার্টওয়াচটি। এর সাথে পাওয়া যাবে ১২ মাসের ওয়্যারেন্টি।

boAt Wave Neo স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত বোট ওয়েভ নিও স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে সাথে এসেছে, যার রেজোলিউশন ৪৫৪x৪৫৪ পিক্সেল। এছাড়া এতে রয়েছে ২.৫ডি কার্ভড স্ক্রীন এবং এটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জলতা দেবে। তদুপরি কাস্টমাররা তাদের পছন্দমত ক্লাউড বেসড ওয়াচফেস বেছে নেওয়ার সুযোগ পাবেন ঘড়িটিতে। এছাড়া ৩৫ গ্রাম ওজনের ঘড়িটিতে ফ্রি সাইজ সিলিকন স্ট্র্যাপ উপলব্ধ।

অন্যদিকে, হেল্প মনিটার হিসেবে এতে থাকছে SpO2 মনিটর, হার্ট রেট সেন্সর, স্ট্রেস মনিটর। উপরন্তু ঘড়িটিতে স্মার্ট নোটিফিকেশন, ভাইব্রেশন অ্যালার্ট, টেক্সট, সিডিউল রিমাইন্ডার ইত্যাদি উপলব্ধ। তাছাড়া ওয়েভ নিও স্মার্টওয়াচে রয়েছে একাধিক স্পোর্টস মোড। এর মধ্যে থাকছে ওয়াকিং, রানিং ,সাইক্লিং, ক্লাইম্বিং, হাইকিং, যোগা, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, স্কিপিং এবং সুইমিং।

আবার boAt Wave Neo স্মার্টওয়াচে ব্লুটুথ কানেক্টিভিটি উপস্থিত, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে একবার চার্জে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সর্বোপরি, ধুলো, ঘাম এবং জলের ছিটে থেকে সুরক্ষা দিতে এটি IP68 রেটিং প্রাপ্ত।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

16 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

24 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

53 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago