একটানা চলবে ৩৬ ঘন্টা, Boult AirBass Encore ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড ২ হাজার টাকার কমে লঞ্চ হল

সকালের মর্নিংওয়াক থেকে শুরু করে মন খারাপের বিকেল, নিভৃতে গান শুনতে হেডফোনের বিকল্প নেই। তাই মানুষের চাহিদা মেটাতে স্বদেশীয় ওয়্যারবেল কোম্পানি Boult ভারতীয় বাজারে AirBass…

সকালের মর্নিংওয়াক থেকে শুরু করে মন খারাপের বিকেল, নিভৃতে গান শুনতে হেডফোনের বিকল্প নেই। তাই মানুষের চাহিদা মেটাতে স্বদেশীয় ওয়্যারবেল কোম্পানি Boult ভারতীয় বাজারে AirBass Encore ENC নামের একটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড লঞ্চ করল। AirBass Encore ইয়ারবাডটির মূল বৈশিষ্ট্য হল, এনভায়ারনমেন্ট নয়েজ ক্যালসেলশন সাহায্যকারী কোয়াড মাইক্রোফোন। এছাড়া ইয়ারবাডটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উন্নত অডিও পারফরম্যান্স এবং নয়েজ আইসোলেশন পাওয়া যায়। দ্রুত চার্জিংয়ের জন্য আছে USB টাইপ-সি পোর্ট এবং আরও অনেক কিছু। আসুন AirBass Encore ENC ইয়ারবাডটির ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

Boult AirBass Encore এর মূল্য এবং প্রাপ্যতা

বোল্ট এয়ারব্যাস এনকোর ইয়ারবাডটি সাদা ও কালো রঙের দুটি ভ্যারিয়েন্টে এসেছে। এটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ১,৯৯৯ টাকায় কেনা যাবে। সঙ্গে আছে এক বছরের ওয়্যারেন্টি।

Boult AirBass Encore এর স্পেসিফিকেশন

বোল্ট এয়ারব্যাস এনকোর ইয়ারবাডটি কোয়াড মাইক্রোফোনের সাথে এসেছে, যেটি অডিও এবং ভিডিও কলের সময় বাইরের পরিবেশের সমস্ত শব্দকে নির্মূল করতে সক্ষম, ফলে কলের গুণমান অনেক বেড়ে যায়। আবার প্রতিটি বোল্ট ইয়ারবাডে আছে একটি এয়ারোস্পেস-গ্রেড AL-alloy-encased মাইক্রো উফার, যেটি ব্যাস সাউন্ড বৃদ্ধি করে।

Boult AirBass Encore ইয়ারবাডটি আইপিএক্স৭ রেটিং প্রাপ্ত অর্থাৎ ধুলো এবং জল প্রতিরোধী ক্ষমতা বিশিষ্ট। সুতরাং, আপনি সকালের জগিং বা জিমে ঘর্মাক্ত অবস্থাতেও নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। উপরন্তু, এর টাচ কন্ট্রোলের মাধ্যমে খুব সহজেই আপনি অডিও ভলিউম ব্যালেন্স করতে, মিউজিক ট্র্যাক পরিবর্তন করতে, কল রিসিভ-রিজেক্টের ক্ষেত্রে এমনকি ভয়েস অ্যাসিস্ট্যান্টকেও চালনা করতে পারবেন।

ব্যাটারি লাইফের কথা বলতে গেলে, ইয়ারবাডটি সিঙ্গেল চার্জে ৬ ঘন্টা চলে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, সিঙ্গেল চার্জে ৬ ঘণ্টা এবং চার্জিং কেসের সহ আরও অতিরিক্ত ৬ বার চার্জ দিয়ে ইয়ারবাডটিকে মোট ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ইউএসবি টাইপ-সি (USB Type-C), এর মাধ্যমে ৯০ মিনিটেরও কম সময়ের মধ্যে ইয়ারবাডটি সম্পূর্ণরূপে চার্জ হয়ে যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন