দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে, লঞ্চ হল Boult BassBox Arc ও BassBox Verve ব্লুটুথ স্পিকার

দেশীয় অডিও ব্র্যান্ড Boult নির্মিত অডিও প্রোডাক্টগুলি বাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এই জনপ্রিয়তা আরও বাড়াতে Boult ভারতীয় বাজারে একসঙ্গে BassBox Arc এবং BassBox Verve নামের…

দেশীয় অডিও ব্র্যান্ড Boult নির্মিত অডিও প্রোডাক্টগুলি বাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এই জনপ্রিয়তা আরও বাড়াতে Boult ভারতীয় বাজারে একসঙ্গে BassBox Arc এবং BassBox Verve নামের দু’টি পোর্টেবেল ওয়্যারলেস স্পিকার লঞ্চ করল। ডিজাইনের দিক থেকে দু’টি স্পিকারেরই জুড়ি মেলা ভার। সঙ্গে পাওয়া যাবে ১ বছরের স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি ওয়্যারেন্টি। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, উভয় স্পিকারেই আছে ব্লুটুথ ভার্সন ৫.০, জিরো ডিস্টোরেশন, ৫০/৫৭ মিমি ড্রাইভার, আইপিএক্স৫ রেটিং, ৮ ঘন্টার দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ ছাড়াও আরও অনেক কিছু। আসুন Boult BassBox Arc এবং BassBox Verve স্পিকারের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Boult BassBox Arc এবং BassBox Verve স্পিকারের দাম ও প্রাপ্যতা

Boult BassBox Arc এবং BassBox Verve পোর্টেবেল ওয়্যারলেস স্পিকাররের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯৯৯ এবং ১২৯৯ টাকা। দু’টি স্পিকারই পাওয়া যাবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে।

BassBox Arc স্পিকারের স্পেসিফিকেশন, ফিচার

বোল্ট ব্যাসবক্স আর্ক স্পিকারটিকে অনেকটা চোঙের মতো সিলিন্ডার সদৃশ ডিজাইন দেওয়া হয়েছে। প্রিমিয়াম লুক আনার জন্য স্পিকারটি চারিদিকে ফ্যাব্রিক দিয়ে মোড়ানো হয়েছে এবং অতিরিক্ত গ্রিপের জন্য আবার রাবার দেওয়া হয়েছে, যাতে এটি দুর্ঘটনাজনিত ক্ষতি থেকেও রক্ষা পায়।

পাশাপাশি, স্পিকারটি আইপিএক্স৫ রেটিংপ্রাপ্ত ফলে জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট। এতে আছে ৫০মিমি ড্রাইভার এবং কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ভার্সন ৫.০। ব্যাসবক্স আর্চ স্পিকারে পাওয়া যাবে ৫ ওয়াটের হাই-ফিডেলিটি অ্যামপ্লিফায়ার এবং ৮ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ।

Boult BassBox Verve স্পিকারের স্পেসিফিকেশন

ডিজাইনের দিক থেকে, বোল্ট ব্যাসবক্স ভার্ভ স্পিকারটি কিউব বা ঘনকের আকার পেয়েছে। এছাড়া আধুনিক লুক আনার জন্য বড়ো ভলিউম বাটন দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ফ্যাব্রিক ও লাল নাইলন স্ট্র্যাপ ব্যবহার করে ডিজাইনে একটা নতুন মাত্রা যোগ করা হয়েছে। সংস্থার দাবি, সর্বোচ্চ ভলিউমেও স্পিকারটিতে মিলবে জিরো ডিস্টোরেশন।

অন্যদিকে, বোল্ট ব্যাসবক্স ভার্ভ স্পিকারটিও আইপিএক্স৫ রেটিংপ্রাপ্ত ফলে জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট। এতে আছে ব্যাস রেডিয়েটর সহ ৫৭মিমি ড্রাইভার এবং কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ভার্সন ৫.০। সাথে রয়েছে ১০ ওয়াটের হাই-ফিডেলিটি অ্যামপ্লিফায়ার এবং পাওয়া যাবে ৮ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। এই ব্লুটুথ স্পিকারে একটি ইউএসবি পোর্ট এবং একটি মাইক্রো এসডি স্লট আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন