১০ মিনিটের চার্জে চলবে ১৫ ঘন্টা, Boult ProBass ZCharge ইয়ারফোন সস্তায় লঞ্চ হল

একের পর এক অডিও প্রডাক্ট লঞ্চ করে চলেছে জনপ্রিয় দেশীয় অডিও ইকুইপমেন্ট ব্র্যান্ড Boult। সোমবার সংস্থাটি ভারতে আনল তাদের নয়া ওয়্যারলেস ইন-ইয়ার ইয়ারফোন, যার নাম…

একের পর এক অডিও প্রডাক্ট লঞ্চ করে চলেছে জনপ্রিয় দেশীয় অডিও ইকুইপমেন্ট ব্র্যান্ড Boult। সোমবার সংস্থাটি ভারতে আনল তাদের নয়া ওয়্যারলেস ইন-ইয়ার ইয়ারফোন, যার নাম Boult ProBass ZCharge। টাইপ-সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সাথে এসেছে নয়া এই ইয়ারফোন। এছাড়া মনোরম হেয়ারিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এতে রয়েছে এক্সট্রা বেস সিগনেচার সাউন্ড সিস্টেম। উপরন্তু, এতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Boult ProBass ZCharge ইন ইয়ার ইয়ারফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন ।

Boult ProBass ZCharge ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ট প্রোবেস জেডচার্জ ইয়ারফোনের দাম ধার্য হয়েছে ১,২৯৯ টাকা। নয়া ইয়ারফোনটিকে ব্ল্যাক, রেড, ব্লু এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন এটি। ইয়ারফোনটির সাথে সংস্থার তরফে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি।

Boult ProBass ZCharge ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

প্রথমেই আসা যাক নয়া বোল্ট প্রোবেস জেডচার্জ ইয়ারফোনের ডিজাইন প্রসঙ্গে। ইয়ারফোনটিতে রয়েছে এরগনমিক এবং কম্ফোর্টেবল ডিজাইনের নরম সিলিকনের ব্যান্ড, যা খুবই হালকা ওজনের, ফ্লেক্সিবল এবং ঘাম প্রতিরোধী। পাশাপাশি এর সিলিকন ইয়ারটিপস এবং ইয়ারফিন্স সহজেই কানে আটকে থাকতে সক্ষম। এছাড়া এতে ম্যাগনেটিক ইয়ারবাড থাকার দরুন অব্যবহৃত অবস্থায় এগুলি একটি সঙ্গে আরেকটি জড়িয়ে যায় না।

নয়া বোল্ট প্রোবেস জেডচার্জ ইয়ারফোনটি ১৪.২ এমএম ড্রাইভারের সাথে এসেছে। এতে অ্যারোস্পেস গ্রেড অ্যালয় মাইক্রো উফার থাকায় এটি মনোরম হেয়ারিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এর অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য, ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। তাই সহজেই ইয়ারফোনটি স্পর্শ না করে ব্যবহারকারী তার ভয়েজ কম্যান্ডের মাধ্যমে মিউজিক ট্র্যাক পরিবর্তন কিংবা কল করতে পারবেন। সাথে ইয়ারফোনটিতে নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ।

এরপর আসা যাক এর ব্যাটারির প্রসঙ্গে। নবাগত ইয়ারফোনটি ৪০ ঘণ্টা ননস্টপ প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এটি টাইপ সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সমর্থন সহ এসেছে। সংস্থার দাবি, মাত্র ১০ মিনিট চার্জ দিলে এটিকে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

কানেক্টিভিটির জন্য নতুন Boult ProBass ZCharge ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.২। উপরন্তু এটি আইপিএক্স রেটিংপ্রাপ্ত, ফলে জল এবং ঘাম থেকে সুরক্ষা দেবে এবং এটি পরিধান করে যে কোনো ধরনের ওয়াকআউট করা সম্ভব।