Amazon Sale: সেল শুরুর আগেই Xiaomi, Oppo-র ফোন কিনুন ২৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ে

আপনি যদি বেশ কয়েকদিন ধরেই একটি ফিচারে ঠাসা নতুন স্মার্টফোন সস্তায় কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার অপেক্ষা এবার শেষ হতে চলেছে। আসলে, আগামী পরশু মানে ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Amazon Great Indian Festival (অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল) সেল। আর এই মরসুমি সেলই হতে চলেছে আপনার নতুন স্মার্টফোন কেনার জন্য সেরা সময়, কেননা এতে Xiaomi (শাওমি), OnePlus (ওয়ানপ্লাস), Oppo (ওপ্পো) এবং Samsung (স্যামসাং)-এর মত নামী কোম্পানির স্মার্টফোন ৪০% পর্যন্ত ছাড়ে পকেটস্থ করা যাবে। তবে যদি আপনি এই দুদিন অপেক্ষা করতে না চান, তাহলেও কুছ্ পরোয়া নেই! কারণ Great Indian Festival লাইভ হওয়ার আগে, এখনই Amazon কিছু দুর্দান্ত প্রি-সেল ডিল এবং অফার দিচ্ছে। তাছাড়া সংস্থার প্রাইম (Prime) মেম্বারশিপ থাকলে আগামীকাল (অর্থাৎ ২২ তারিখ) থেকে সেলের অ্যাক্সেস পাওয়া যাবে। ফায়দার ব্যাপার হল যে, এই মুহূর্তে Amazon থেকে স্মার্টফোন কিনলে ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবেই, তবে এরই সাথে এক্সচেঞ্জ অফারের অপশনও পাওয়া যাবে। আবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর কার্ড ব্যবহার করে ফোন কিনলে পাবেন ১০% অতিরিক্ত ছাড়। আসুন, এখন Amazon-এর সেরা স্মার্টফোন ডিলগুলি এক নজরে দেখে নিই।

Amazon থেকে এই পাঁচটি নজরকাড়া স্মার্টফোন কেনা যাবে সস্তায়

১. Xiaomi 12 Pro: এই শাওমি ফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট মডেলটির এমআরপি (MRP) এমনিতে ৮৪,৯৯৯ টাকা। তবে এটি ২১ শতাংশ ছাড়ে ৬৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনটি কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে, ক্রেতারা ১৪,৩০০ টাকা পর্যন্ত ভ্যালু পাবেন। আবার যেকোনো ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে ফোনটির জন্য পেমেন্ট করলে মিলবে ৮,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ক্ষেত্রে যদি কেউ একসাথে এত টাকা খরচা করতে না চান, তাহলে তারা ইএমআই অপশন ব্যবহার করে মাসিক ৩,২০১ টাকার কিস্তিতে প্রিমিয়াম ফোনটি খরিদ করতে পারবেন।

২. Samsung Galaxy S22 5G: গত বছর জানুয়ারীতে বাজারে আসা স্যামসাংয়ের এই ডিভাইসটির ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ৮৫,৯৯৯ টাকার পরিবর্তে ৬২,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, এতে ২৩,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। যেখানে সমস্ত ব্যাঙ্ক কার্ডের ওপর ৫,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় মিলবে৷ এই ফোনটি ইএমআইয়ে কিনতে চাইলে আপনাকে প্রতি মাসে ৩,০১০ টাকা দিতে হবে। এছাড়া, এটিতেও ১৪,৩০০ টাকার এক্সচেঞ্জ অফার বিদ্যমান।

৩. OnePlus 10T 5G: এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ৪৯,৯৯৯ টাকা। এতে কোনো ছাড় নেই, তবে ক্রেতারা অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাবেন পুরো ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এতে ১৯,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। অন্যদিকে এর মাসিক ইএমআই খরচ ধার্য করা হয়েছে ২,৩৮৯ টাকা।

৪. Oppo F21s Pro: ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজের এই ওপ্পো ফোনের দাম ২৭,৯৯৯ টাকা, তবে এটি ১৯% ছাড়ে ২২,৫৫৯ টাকায় পাওয়া যাবে। এতে ১৬,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। আবার ফোনটি কিনলে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ১,২৫০ টাকা পর্যন্ত অফ, ১,০৭৮ টাকার মাসিক ইএমআই অপশন ইত্যাদি অফারও কাজে লাগানো যাবে।

৫. Xiaomi 11 Lite NE 5G: ব্র্যান্ডের সবচেয়ে পাতলা ও হালকা এই স্মার্টফোনটির জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা হলেও, এটি ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। কিস্তিতে এটি কিনতে চাইলে, আপনাকে প্রতি মাসে ১,২৪২ টাকার ইএমআই দিতে হবে। আবার এতে ১৯,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও প্রযোজ্য হবে। একইভাবে যেকোনো ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।