CES 2022: বাজারে এল অত্যাধুনিক Acer Swift X ল্যাপটপ ও Aspire C অল ইন ওয়ান সিরিজের পিসি

কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২২ এর মঞ্চে নতুন Acer Swift X ল্যাপটপ সিরিজ এবং Aspire C-series অল ইন ওয়ান সিরিজের পিসির ওপর থেকে পর্দা সরালো বিখ্যাত তাইওয়ান ল্যাপটপ ও কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা Acer। সংস্থার নয়া ল্যাপটপ সিরিজে রয়েছে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি স্ক্রিন সাইজ ভ্যারিয়েন্ট। পাশাপাশি অ্যাস্পায়ার সি সিরিজের পিসিগুলি ২৪ ইঞ্চি এবং ২৭ ইঞ্চি এই দুই ধরনের স্ক্রিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নয়া পিসিগুলি ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত এবং এগুলিতে রয়েছে Nvidia GeForce MX550 গ্রাফিক্স। অন্যদিকে এসার সুইফট এক্স ল্যাপটপের ১৬ ইঞ্চি মডেলটি ইন্টেলের নয়া Arc Alchemist প্রসেসর (জিপিইউ) দ্বারা চালিত এবং এর স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। এখানে জানিয়ে রাখি, এসারের নয়া ল্যাপটপ এবং পিসির সব মডেলগুলি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। যদিও এখনো পর্যন্ত সংস্থার তরফে ল্যাপটপ বা পিসিগুলির দাম ও তাদের লভ্যতা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক Acer Swift X 14-inch এবং Acer Swift X 16-inch ল্যাপটপের স্পেসিফিকেশন।

Acer Swift X 14-inch এবং Acer Swift X 16-inch ল্যাপটপের ফিচার ও স্পেসিফিকেশন

এসার সুইফ্ট এক্স ১৪ ইঞ্চি এবং এসার সুইফ্ট এক্স ১৬ ইঞ্চি উভয় ল্যাপটপেই অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ ১১। ল্যাপটপ দুটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০, স্ক্রিন টু বডি রেশিও ৯২.২২%, এবং এটি ১০০% এসআরজিবি কালার গ্যমুট কভার করবে। এই ল্যাপটপের ১৪ ইঞ্চি স্ক্রিনের ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে আইপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ২,৫৬০x১,৬০০ পিক্সেল এবং এটি ৪০০ নিট পর্যন্ত উজ্জলতা অফার করবে। স্ক্রিনের কালার কোয়ালিটি বাড়ানোর জন্য এতে রয়েছে এসার ব্লুলাইটশিল্ড, এসার এক্সাকালার এবং এসার কালার ইন্টেলিজেন্স ফিচার।

ল্যাপটপটির প্রসেসর প্রসঙ্গে বলতে গেলে, এটি ১২ তম জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে আছে Nvidia GeForce RTX 3050Ti ল্যাপটপ জিপিইউ। এর পাশাপাশি ল্যাপটপটিতে একটি ফ্যান, এয়ার ইনলেট কিবোর্ড এবং প্রসেসরের অতিরিক্ত তাপ নির্গমনের জন্য ডুয়াল হিট পাইপ উপলব্ধ।

এবার আসা যাক, ১৬ ইঞ্চি ভ্যারিয়েন্টের ল্যাপটপের স্পেসিফিকেশনে। এই ল্যাপটপটিও ইন্টেল আর্ক গ্রাফিক্স সহ ১২ তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। তাপ নির্গমনের জন্য এই ল্যাপটপে যুক্ত হয়েছে ডুয়েল ফ্যান, ডুয়েল কপার হিট পাইপ ,একটি ইয়ার ইনলেট কিবোর্ড এবং একটি একজস্ট পোর্ট।

১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি উভয় ভ্যারিয়েন্টের ল্যাপটপের সাথে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম এবং ২ টিবি পিসিএলই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ দুটির কানেক্টিভিটি অপশনে শামিল আছে ওয়াইফাই ৬ই, থান্ডার বোল্ট ৪পোর্ট সহ টাইপ সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ এ পোর্ট এবং এইচডিএমআই ২.০। এগুলির সঙ্গে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব চটজলদি উইন্ডোজ হেলোতে লগ-ইন করতে পারবেন। উভয় ল্যাপটপে এসার টেম্পোরাল নয়েজ রিডাকশন টেকনোলজি বিশিষ্ট ফুল এইচডি ওয়েবক্যাম উপলব্ধ। এই ওয়েব ক্যামগুলি এআই নয়েজ রিডাকশন সহ ডিটিএস অডিও টেকনোলজি এবং এসার পিউরিফাইড ভয়েজ সাপোর্ট করবে। পরিশেষে বলি, Acer Swift X 14-inch ল্যাপটপের ওজন ১.৪ কেজি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago