Categories: Mobiles

CMF Phone (1): বাজার কাঁপাবে নাথিংয়ের নতুন ফোন, থাকছে ওলেড ডিসপ্লে ও 50MP ক্যামেরা

নাথিং (Nothing)-এর সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF), শীঘ্রই তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সিএমএফ আসলে কালার, মেটেরিয়াল এবং ফিনিশের, যা আসন্ন ফোনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিক হবে বলে আশা করা যায়। এমাসের শুরুর দিকের একটি রিপোর্ট নির্দেশ করা হয়েছিল যে, এটি একটি বাজেট-রেঞ্জের স্মার্টফোন হিসেবে একগুচ্ছ আকর্ষণীয় ফিচারের সাথে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন, এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় আসন্ন সিএমএফ স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন, যা ইঙ্গিত করে যে এটি সম্ভবত মার্চ মাসে লঞ্চ হওয়া Nothing Phone (2a) হ্যান্ডসেটের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

CMF ব্যান্ডের প্রথম স্মার্টফোনটি হবে Nothing Phone (2a) হ্যান্ডসেটের মতোই

এক টিপস্টার তার সাম্প্রতিক এক্স (আগে টুইটার) পোস্টে দাবি করেছেন যে, A015 মডেল নম্বর সহ সিএমএফ ফোনের ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে অফার করবে বলে মনে করা হচ্ছে।

ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। স্টোরেজ সম্প্রসারণের জন্য এতে একটি মাইক্রোএসডি কার্ডও মিলবে বলে মনে করা হচ্ছে। টিপস্টার দাবি করেছেন যে, ফোনটির পিছনের দিকে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেটআপ থাকবে। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে।

CMF ব্র্যান্ডের ফোনটির পিছনে একটি রিপ্লেসেবল প্লাস্টিকের কভার থাকবে এবং এই মডেলটিতে নাথিংয়ের সিগনেচার গ্লাইফ লাইটও অনুপস্থিত থাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক লেটেস্ট নাথিং ওএস ২.৫ (Nothing OS 2.5) কাস্টম স্কিনে চলবে আশা করা হচ্ছে এবং ফোনটি এইচডি স্ট্রিমিংয়ের জন্য ওয়াইডভাইন এল১ (Widevine L1) সার্টিফিকেশনও সাপোর্ট করবে। CMF ফোনটি ব্ল্যাক, গ্রীন, ব্লু এবং একটি ইন্ডিয়া-এক্সক্লুসিভ অরেঞ্জ কালার অপশনে পাওয়া যাবে।

এছাড়াও, টিপস্টার উল্লেখ করেছেন যে CMF ফোনটি আগামী জুলাই মাসে ২৪৯ ডলার (প্রায় ২০,৭৩৫ টাকা) থেকে ২৭৯ ডলার (প্রায় ২৩,২৩৫ টাকা) প্রাইস রেঞ্জের সাথে লঞ্চ হতে পারে। যদিও আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, হ্যান্ডসেটটি প্রায় ১২,০০০ টাকার বাজেট মূল্যে বাজারে আসতে পারে, যা বর্তমানে টিপস্টার দ্বারা প্রকাশিত মূল্যের চেয়ে অনেকটাই কম। স্পেসিফিকেশনগুলি Nothing Phone (2a) এর সাথে প্রায় অভিন্ন বলে মনে হচ্ছে, যা ইঙ্গিত করে যে CMF ফোনটি ডিজাইনের কিছু পরিবর্তন সহ একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। তবে, এখানে লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই স্পেসিফিকেশনগুলি একটি ইঞ্জিনিয়ারিং স্যাম্পেল থেকে এসেছে, তাই এগুলি চূড়ান্ত মডেলেও দেখা যাবে কিনা তা সময়ই বলতে পারবে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

8 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

53 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago