CMF Phone 1 Price in India Leaked Specifications Launch

CMF Phone 1: জল্পনার অবসান, ফাঁস হল নাথিং-এর সবচেয়ে সস্তা স্মার্টফোনের দাম

নাথিং (Nothing)-এর সাব ব্র্যান্ড, সিএমএফ সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তাদের প্রথম ফোন, CMF Phone 1 খুব শীঘ্রই বাজারে লঞ্চ করবে। ডিভাইসটি সম্পর্কে অনেক কিছু এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও, সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট লঞ্চের ওপর ব্র্যান্ডের ফোকাস নির্দেশ করে যে এটি নাথিংয়ের স্মার্টফোন লাইনআপে একটি সস্তা সংযোজন হবে। আর এখন লঞ্চের আগেই একটি রিপোর্টে CMF Phone 1 হ্যান্ডসেটের দাম প্রকাশ করা হয়েছে। চলুন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

CMF Phone 1 হ্যান্ডসেটের দাম (সম্ভাব্য)

৯১মোবাইলস তাদের নতুন রিপোর্ট টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে উল্লেখ করেছে যে, সিএমএফ ফোন ১ মডেলের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি সংস্করণটির বক্স প্রাইস হবে ১৯,৯৯৯ টাকা। তবে, রিপোর্টে স্পষ্ট করা হয়েছে যে ভারতে ফোনগুলি সাধারণত বক্সে মুদ্রিত এমআরপি বা সর্বোচ্চ খুচরো মূল্যের থেকে কম দামে বিক্রি হয়। তাই যোগেশ ব্রার বলেছেন যে, সিএমএফ ফোন ১ মোবাইল ফোনের প্রকৃত মূল্য প্রায় ১৮,০০০ টাকা হবে বলে জানা গেছে, যা ডিসকাউন্টের সাহায্য ১৭,০০০ টাকায় নামিয়ে আনা হবে৷

উল্লেখযোগ্যভাবে, সিএমএফ ফোন ১ কম শক্তিশালী প্রসেসর এবং সিগনেচার গ্লাইফ এলইডি (Glyph LED) ইন্টারফেসের অভাব সহ নাথিং ফোন (২এ) এর একটি নতুন সংস্করণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তুলনামূলকভাবে দেখলে, নাথিং ফোন (২এ) হ্যান্ডসেটের দাম ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হয়। অর্থাৎ সিএমএফ ফোন ১ আরও সাশ্রয়ী মূল্যের বিকল্প হবে।

সিএমএফ ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনের লঞ্চের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্যও খুব বেশি উপলব্ধ নেই। তবে কোম্পানি অফিসিয়াল লঞ্চের বিষয়ে ঘোষণা করার সময় একটি টিজার প্রকাশ করে, যা লেদার ফিনিস সহ ফোনের ব্যাক প্যানেলটিকে প্রদর্শন করেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, CMF Phone 1 ফোনের নীচের ডানদিকে নব বা ডায়ালের মতো একটি অংশ দেখা গেছে। তবে এটি নিছকই একটি ডিজাইনের উপাদান নাকি এর নিজস্ব কোনও কার্যকারিতা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে নিশ্চিত করা হয়েছে যে, নাথিংয়ের অন্যান্য ডিভাইসের মতোই CMF Phone 1 ভারতে শুধুমাত্র ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে পাওয়া যাবে।