ComfoBuds Mini: লঞ্চ হল বিশ্বের সবচেয়ে ছোট ANC ফিচার যুক্ত ব্লুটুথ ইয়ারফোন

ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়াবাডের বাজার এখন রমরমা। বিভিন্ন শেপ এবং ডিজাইনের সাথে বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন সংস্থার লেটেস্ট স্টাইলের ইয়ারবাডগুলি। এবার চীনের সেনজেন প্রদেশের 1More…

ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়াবাডের বাজার এখন রমরমা। বিভিন্ন শেপ এবং ডিজাইনের সাথে বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন সংস্থার লেটেস্ট স্টাইলের ইয়ারবাডগুলি। এবার চীনের সেনজেন প্রদেশের 1More সংস্থাটি বাজারে নিয়ে আসলো বিশ্বের ক্ষুদ্রতম ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম ComfoBuds Mini। তবে এই ইয়ারবাডটি শুধুমাত্র ক্ষুদ্রতম নয়, এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। তাই এটিকে এএনসি ফিচারযুক্ত বিশ্বের ক্ষুদ্রতম ইয়ারবাড বলা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক ComfoBuds Mini ইয়ারবাডের দাম, ও সম্পূর্ণ ফিচার।

ComfoBuds Mini ইয়ারবাডের দাম ও লভ্যতা

ইউএস এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বাজারে কম্ফোবাডস মিনি ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১০০ ডলার (প্রায় ৭,৬০০ টাকা)। 1More ওয়েব স্টোর ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি। আগ্রহী ক্রেতারা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নতুন ইয়ারবাডটির ওপর ১৫ ডলার ( প্রায় ১,১৪০ টাকা) ছাড় পাবেন। এর জন্য তাদের ComfoMini1 কোডটি কেনার হময় ব্যবহার করতে হবে। তবে বিশ্বের অন্যান্য বাজারে কখন কবে এই ইয়ারবাডটি উপলব্ধ হবে তা এখনো পর্যন্ত জানা যায় নি।

ComfoBuds Mini ইয়ারবাডের স্পেসিফিকেশন

৩.৭ গ্রাম ওজনের নয়া কম্ফোবাডস মিনি ইয়ারবাডের সাথে বাক্সে দেওয়া হয়েছে চারটি নরম সিলিকনের ইয়ারটিপ। এতে ব্যবহৃত হয়েছে 1More সংস্থার নিজস্ব QuietMax অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি। যা ৪০ ডেসিবেল পর্যন্ত অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ব্যবহারের জন্য এতে মাল্টিপল এএনসি মোড বর্তমান।

অন্যদিকে, নবাগত ইয়ারফোনটির প্রত্যেকটি ইয়াবাডে DNN অ্যালগরিদম সহ দুটি করে মাইক্রোফোন উপলব্ধ। ফলে চারপাশের আওয়াজ এড়িয়ে কল চলাকালীন স্বচ্ছ ভয়েজ সরবরাহ করতে সক্ষম ইয়ারবাডটি। শুধু তাই নয়, ইয়ারফোনটি শক্তিশালী বেস উৎপন্ন করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। এর জন্য এতে রয়েছে ৭ এমএম ডায়নামিক ড্রাইভার, যা SoundID টেকনোলজি সাপোর্ট করবে।

এখানে জানিয়ে রাখি, ComfoBuds Mini ইয়ারবাডটিকে কিউআই কম্প্যাটিবল ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব। উপরন্তু এএনসি ফিচার চালু থাকলে এটি ৫ ঘন্টা এবং এএনসি বন্ধ থাকলে ৬ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এমনকি কেস সমেত এটি ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। পরিশেষে, নিকটবর্তী স্মার্টফোনের সাথে যুক্ত করার জন্য এটি ব্লুটুথ ৫.২ ভার্সন সাপোর্টসহ এসেছে।