Redmi Note 11S থেকে Oppo Reno 7 সিরিজ, ভারতে সহ বিশ্ব বাজারে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হচ্ছে এই ফোনগুলি

ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমনের সাথেই একগুচ্ছ নতুন স্মার্টফোন পা রাখবে ভারতের বাজারে। জানা গেছে, Samsung, OnePlus, Redmi এবং Oppo ব্র্যান্ডের কয়েকটি উল্লেখযোগ্য প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন সামিল থাকবে এই তালিকায়। যার মধ্যে, কিছু স্মার্টফোনে 4G কানেকশন উপলব্ধ, তো কিছুতে অ্যাডভান্স 5G নেটওয়ার্কের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, কিছু ডিভাইসকে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথেও নিয়ে আসা হতে পারে। ইতিমধ্যেই জানা গেছে যে, Xiaomi আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে একটি মেগা ইভেন্টের আয়োজন করছে। যেখানে স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভি এবং স্মার্ট ব্যান্ডের মতো পণ্যও লঞ্চ করা হবে। আসুন তাহলে তালিকাভুক্ত আপকামিং স্মার্টফোন ও স্মার্টটিভির ফিচার তথা লঞ্চের তারিখ বিশদে জেনে নেওয়া যাক।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আসন্ন স্মার্টটিভি ও স্মার্টফোনের তালিকা (List of upcoming smart Tv and smartphones in February 2022)

Oppo Reno 7 Series

লঞ্চ তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২২
সম্ভাব্য দাম : ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা

Oppo Reno 7 সিরিজের অধীনে হয়তো দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে – Oppo Reno 7 5G, Oppo Reno 7 Pro 5G। যার মধ্যে, Oppo Reno 7 স্মার্টফোনটি ভারতে চীনে লঞ্চ হওয়া Reno 7 SE এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে। ফলে সিরিজের বেস মডেলে পাওয়া যাবে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকছে। এছাড়া, ফাস্ট পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দেওয়া হবে। এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস দ্বারা চালিত হবে। আবার ফোনের ব্যাক প্যানেলে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi Note 11S

লঞ্চ তারিখ : ৯ই ফেব্রুয়ারি ২০২২

Xiaomi -এর সাব-ব্র্যান্ড Redmi সম্প্রতি নিশ্চিত করেছে যে, তাদের আপকামিং স্মার্টফোন Redmi Note 11S -কে ভারতে AMOLED ডিসপ্লে সহ নিয়ে আসা হবে। এই ফোনে হয়তো 5G এর পরিবর্তে 4G কানেকশন উপলব্ধ থাকবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এগুলি হল, ১০৮ মেগাপিক্সেল ISOCELL HM2 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX355 সেন্সর, ২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি মিডিয়াটেক চিপসেটের সাথে আসবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। ইতিমধ্যেই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে।

Samsung Galaxy S22 সিরিজ

লঞ্চ তারিখ : ৯ই ফেব্রুয়ারি ২০২২

Samsung Galaxy S22 সিরিজ চলতি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে তিনটি ফোন আসছে- Samsung Galaxy S22, Galaxy S22 Pro ও Samsung Galaxy S22 Ultra। এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেলে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে। ফোনটি এক্সিনস ২২০০ বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট সহ আসবে। এই ফোনে, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে ৮ জিবি ও ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে অর্থাৎ Samsung Galaxy S22 ফোনে – ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ৩এক্স (3X) অপটিক্যাল জুম তথা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ১০এক্স (10X) জুম তথা OIS টেকনোলজির সাথে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যাবে। অন্যদিকে, Samsung Galaxy S22 Ultra, ৪০ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপারের সাথে আসার গুজবও শোনা যাচ্ছে। এই মডেলে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি থাকতে পারে।

OnePlus Nord CE 2 5G

লঞ্চ তারিখ (সম্ভাব্য) : ১১ই ফেব্রুয়ারি ২০২২

OnePlus Nord CE 2 5G স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু সাম্প্রতিক ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, কথিত 5G স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা মডিউল এবং LED ফ্ল্যাশ লাইট দেওয়া হবে।

Redmi Smart TV X43

লঞ্চ তারিখ : ৯ই ফেব্রুয়ারি ২০২২

আগামী ৯ ফেব্রুয়ারি ভারতীয় ক্রেতাদের জন্য Redmi Note 11S স্মার্টফোনের সাথেই একটি নতুন স্মার্টটিভি লঞ্চ করতে চলেছে Xiaomi, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। আসন্ন স্মার্টটিভির নাম Redmi Smart TV X43 রাখা হয়েছে। ৪৩ ইঞ্চির ডিসপ্লে প্যানেলের সাথে আসা এই স্মার্টটিভিতে, ডলবি ভিশন ও HDR টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, ৩০ ওয়াটের স্পিকার সিস্টেম এবং প্যাচওয়াল (Patch Wall) ওএস উপলব্ধ থাকতে পারে এই স্মার্ট টেলিভিশনে।