Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : বছরের অন্যতম সেরা দুই ফোনের মধ্যে কোনটি সেরা দেখে নিন

Xiaomi এবং Oppo সংস্থা দুটির স্মার্টফোন লঞ্চের স্ট্র্যাটেজি প্রায় অনুরূপ। কেননা উভয় ব্র্যান্ডই সাধারণত প্রতি বছর দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচন করে থাকে – একটি বছরের প্রথমার্ধে এবং আরেকটি দ্বিতীয়ার্ধে। এই বছরও এর ব্যতিক্রম ঘটেনি। এক্ষেত্রে ২০২২ সালের অন্তিম লগ্নে এসে বছরের সর্বাধিক জনপ্রিয় স্মার্টফোনের তালিকা তৈরী করতে গিয়ে আমরা দেখেছি, দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করা সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম Xiaomi 12T Pro এবং Oppo Reno 9 Pro+। যার মধ্যে Xiaomi আনীত ফোনটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছে। আর Oppo মডেলটি এখনো হোম-মার্কেটেই আটকে আছে, তবে হয়তো শীঘ্রই এটি বিশ্ব বাজারে পা রাখবে। যাইহোক যেহেতু আলোচ্য দুটি মডেল অত্যাধিক জনপ্রিয়তা লাভ করার মাধ্যমে ‘মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন অফ ২০২২’ -এর তালিকায় সামিল হয়েছে, সেহেতু আজ আমরা Xiaomi 12T Pro এবং Oppo Reno 9 Pro+ ফোন দুটির মধ্যে দাম ও ফিচার কেন্দ্রিক তুলনামূলক আলোচনা করে কোনটি সেরার সেরা তা জানাবো।

Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : ডিসপ্লে, সেন্সর

শাওমি ১২টি প্রো স্মার্টফোনে আছে ৬.৬৭-ইঞ্চির ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে।

ওপ্পো রেনো ৯ প্রো+ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং টেকনোলজি সমর্থন করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, শাওমি ১২টি প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত রম বর্তমান।

ফাস্ট পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ওপ্পো রেনো ৯ প্রো+ ফোনে ২.৯৯ গিগাহার্টজ ক্লক রেটের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর আছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ১৬ জিবি LPDDR5x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 রম পাওয়া যাবে।

Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : ক্যামেরা সেটআপ

শাওমি ১২টি প্রো ফোনের ব্যাক প্যানেলে থাকা আয়তকার ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ৯ প্রো+ ফোনের রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS প্রযুক্তি সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল মনো শুটার। এই মডেলে কম আলোয় উন্নত মানের এবং ক্লিয়ার শট ক্যাপচার করার জন্য মারিসিলিকন (MariSilicon) চিপ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৬০fps (ফ্রেম-পার-সেকেন্ড) রেটে ৪কে (4K) রেজোলিউশনে ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ। অন্যদিকে সেলফি তোলার জন্য কার্ভড স্টাইলের সাথে আসা ডিসপ্লের উপরি মধ্যিখানে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে অটোফোকাস সহ ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

কানেক্টিভিটির জন্য শাওমি ১২টি প্রো স্মার্টফোনে – ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই প্রো মডেলে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং করে।

কানেক্টিভিটির জন্য ওপ্পো রেনো ৯ প্রো+ স্মার্টফোনে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এক্স, ব্লুটুথ ৫.২, ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সমর্থিত একটি ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : পরিমাপ

শাওমি ১২টি প্রো স্মার্টফোনের পরিমাপ ১৬৩.১x৭৫.৯x৮.৬ মিমি এবং ওজন ২০৫ গ্রাম।

ওপ্পো রেনো ৯ প্রো+ স্মার্টফোনে পরিমাপ ১৬১.৫x৭৩.৬x৮ মিমি এবং ওজন ১৯২ গ্রাম।

Xiaomi 12T Pro vs Oppo Reno 9 Pro+ : দাম

শাওমি ১২টি প্রো -এর প্রারম্ভিক মূল্য ৭৪৯ ইউরো (প্রায় ৬০,৮০০ টাকা) রাখা হয়েছে। এই দাম ফোনের ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পও উপলব্ধ। এটিকে – কসমিক ব্ল্যাক, লুনার সিলভার এবং ক্লিয়ার ব্লু কালারে নিয়ে আসা হয়েছে।

ওপ্পো রেনো ৯ প্রো+ স্মার্টফোনকে দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশন সহ চীনের বাজারে লঞ্চ করে হয়েছে। যার মধ্যে ১৬ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৪৫,৭০০ টাকা) রাখা হয়েছে। আর ১৬ জিবি র‌্যাম+৫১২ জিবি স্টোরেজ যুক্ত টপ মডেলের দাম নির্ধারিত হয়েছে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫০,২০০ টাকা)। এটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ, যথা – গোল্ড, গ্রীন এবং ব্ল্যাক।