Dell ভারতে আনলো Alienware m15 R5, m15 R6 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম

Dell অধীনস্ত গেমিং পিসি ব্র্যান্ড Alienware সম্প্রত এবং m15 R6 নামের দুটি নতুন গেমিং ল্যাপটপ ভারতে লঞ্চ করলো। যার মধ্যে m15 R6 হল প্রথম এলিয়েনওয়্যার গেমিং ল্যাপটপ যাতে AMD বেসড চিপসেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, m15 R6 ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১১তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। এই ল্যাপটপক দ্বয়কে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০ সিরিজের গ্রাফিক্সের সাথে নিয়ে আসা হয়েছে। আবার উভয় ডিভাইসেই, ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, DDR4 (৩২০০ মেগাহার্টজ) র‍্যাম, ক্রিও-টেক (Cryo-Tech) কুলিং টেকনোলজি এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট পাওয়া যাবে। আসুন সদ্য বাজারে পা রাখা এলিয়েনওয়্যার এম১৫ আর৫ এবং এম১৫ আর৬ ল্যাপটপের দাম, লভ্যতা এবং বিশেষত্ব দেখে নেওয়া যাক।

Alienware m15 R5, m15 R6 দাম ও লভ্যতা

নবাগত এলিয়েনওয়্যার এম১৫ আর৫ গেমিং ল্যাপটপকে ভারতে ১,৩৪,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। আর এম১৫ আর৬ ল্যাপটপের দাম রাখা হয়েছে সামান্য বেশি, ১,৫৯,৯৯০ টাকা। এই দুটি ল্যাপটপই Dell-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Alienware m15 R5, m15 R6 ফিচার ও স্পেসিফিকেশন

উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য এলিয়েনওয়্যার এম১৫ আর৫ ল্যাপটপে, এএমডি রাইজেন আর৭ ৫৮৯৯ এইচ সিরিজের মোবাইল প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০ সিরিজ গ্রাফিক্সের সাথে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, এম১৫ আর৬ গেমিং ল্যাপটপ, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৮০ গ্রাফিক্স এবং ১১ তম প্রজন্মের কোর আই৭ ১১৮০০এইচ টাইগার লেক প্রসেসর দ্বারা চালিত। এই দুটি ল্যাপটপেই, ১.৭ মিমি ডিপ কী-ট্রাভেল এবং আন্টি-গোসটিং টেকনোলজি সহ স্ট্যান্ডার্ড এলিয়েনওয়্যার এমসিরিজ ৪-জোন এলিয়েনএফএক্স আরজিবি কীবোর্ড পাওয়া যাবে। ল্যাপটপদ্বয়ে থাকা এলিয়েনওয়্যার এইচডি ক্যামেরা (১,২৮৯x৭২০ পিক্সেল রেজোলিউশন)-তে, ডুয়েল-অ্যারে মাইক্রোফোন এবং বায়োমেট্রিক ফিচারের জন্য উইন্ডোজ হ্যালো আইআর-এর সাপোর্ট পাওয়া যাবে।

এলিয়েনওয়্যার এম১৫ আর৫ এবং এম১৫ আর৬ ল্যাপটপে, কমফোর্টভিউ প্লাস এবং টিইউভি (TUV) সার্টিফিকেশন সমেত একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। তবে দুটি ডিভাইস কেনার ক্ষেত্রেই দুটি ভিন্ন ডিসপ্লে অপশন পাওয়া যাবে। এগুলি হলো, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত FHD রেজোলিউশনের ডিসপ্লে এবং ২৪০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত QHD রেজোলিউশনের ডিসপ্লে। ল্যাপটপগুলির ২৪০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে ভ্যারিয়েন্টে, এনভিডিয়া জি-স্ক্যান এবং অ্যাডভান্স অপ্টিমাস টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। আর সাথে, ২৪০ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টারও সামিল থাকবে।

এলিয়েনওয়্যার ল্যাপটপ দুটির ক্ষেত্রে একাধিক নতুন ফিচার ও টেকনোলজির ব্যবহার করা হয়েছে। যেমন, এই ডিভাইসগুলিতে প্রথমবার ৩২০০ মেগাহার্টজ DDR4 র‍্যাম দেওয়া হয়েছে, যা দুটি SO-DIMM স্লট ব্যবহার করে আপগ্রেড করা যাবে। এছাড়া, উভয় ডিভাইসেই সংস্থার নিজস্ব ক্রিও-টেক (Cryo-Tech) কুলিং টেকনোলজি বর্তমান আছে। সংস্থাটি জানিয়েছে, লোড-ব্যালেন্সড কপার হিট পাইপ এবং লিকুইড-ক্রিস্টাল পলিমার ফ্যান ব্যবহার করে ল্যাপটপ দ্বয়ের পারফরম্যান্সকে বুস্ট করার জন্য এই কুলিং টেকনোলজির ব্যবহার করা হয়েছে।

Alienware m15 R5, m15 R6 গেমিং ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের প্রসঙ্গে বললে এতে, ওয়াই-ফাই ৬ এএক্স১৫৫৯ ওয়্যারলেস সাপোর্ট, এইচডিএমআই ২.১ পোর্ট এবং একটি ২.৫ জিবিপিএস ইথারনেট পোর্ট আছে। তবে, এম১৫ আর৬ ল্যাপটপে অতিরিক্ত ভাবে একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট পাওয়া যাবে। এতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ বা তার অধিক গ্রাফিক্স ভার্সন পর্যন্ত ব্যবহারযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

9 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

17 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

46 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago