Signal ব্যবহারকারীদের জন্য সুখবর, ফোন নম্বর পরিবর্তন করলেও নষ্ট হবে না চ্যাট

সাম্প্রতিক সময়ে ভারতসহ সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে সিগন্যাল (Signal) অ্যাপ্লিকেশনটি। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে এই প্রাইভেট মেসেজিং অ্যাপটিকে ৫০ মিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। আর তাই ইউজারদের সন্তুষ্ট রাখতে অ্যাপে ক্রমাগত একের পর এক নতুন ফিচার যোগ করছে Signal কর্তৃপক্ষ। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Signal ইউজারদের জন্য চলে এসেছে এক দারুণ সুখবর। কারণ লেটেস্ট আপডেটের সুবাদে ইউজাররা যদি এখন তাদের রেজিস্টার্ড ফোন নম্বর পরিবর্তন করেন, তাহলেও কিন্তু তারা তাদের পুরোনো চ্যাটগুলি হারিয়ে ফেলবেন না। উল্লেখ্য যে, Signal প্ল্যাটফর্মটির জন্য বহুপ্রতীক্ষিত ফিচারগুলির মধ্যে এটি অন্যতম একটি যা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে উপলব্ধ।

আপনাদেরকে জানিয়ে রাখি, সিগন্যালে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট রয়েছে এবং ইউজাররা কোনো অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন, তার সাথে সমস্ত চ্যাটগুলি লিঙ্ক করা থাকে। কিন্তু এই চ্যাটগুলি ক্লাউড-ভিত্তিক সার্ভিসে স্টোর করা হয় না। তাই যখন ইউজাররা বিশেষ কোনো কারণবশত তাদের মোবাইল নম্বর পরিবর্তন করেন, তখন তাদের পূর্ববর্তী নম্বরের সাথে লিঙ্ক থাকা সমস্ত চ্যাটগুলি খোয়া যায়। আর অনেক সময়ই চ্যাটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান করা হয়ে থাকে, তাই হঠাৎ সেগুলি হারিয়ে গেলে বেশ ভালোরকম সমস্যার সৃষ্টি হয় বৈকি! কিন্তু সিগন্যাল ইউজারদের আর এই সমস্যায় ভুগতে হবে না, কেননা সাম্প্রতিক আপডেট অনুযায়ী জানা গেছে যে, এখন ফোন নম্বর পরিবর্তন করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও ইউজাররা তাদের পুরোনো চ্যাট খোয়াবেন না।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে, “যদি আপনি আপনার বিদ্যমান ফোনটি রেখে কেবলমাত্র নম্বরটি পরিবর্তন করেন, তবে নবাগত Change Number ফিচারের দৌলতে নতুন ফোন নম্বরেও আপনি আপনার প্রোফাইল, সমস্ত পুরোনো মেসেজ এবং গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি যখন আপনার ফোন নম্বর পরিবর্তন করবেন, তখন সিগন্যাল আপনার কন্টাক্টসে থাকা সকল ব্যক্তিকে বিষয়টি সম্পর্কে অবহিত করবে।” একটি ব্লগ পোস্টে মেসেজিং প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে জানিয়েছে যে, নতুন এই ফিচারটিকে Android এবং iOS উভয় ভার্সনেই রোলআউট করা হচ্ছে। সিগন্যালের লেটেস্ট ভার্সনে এই ফিচারটির দেখা মিলবে এবং এটির অ্যাক্সেস পাওয়ার জন্য আপনার স্মার্টফোনটিকে কমপক্ষে Android ভার্সন ৫.৩০.৬ বা iOS ভার্সন ৫.২৭.১ দ্বারা চালিত হতে হবে।

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, কোনো ব্যবহারকারী বিদ্যমান রেজিস্টার্ড ফোন নম্বর মারফত Signal-এ মেসেজ পাঠাতে বা রিসিভ করতে সক্ষম না হলে কিন্তু এই নতুন ফিচারটি কাজ করবে না। আবার দুর্ঘটনাবশত কোনো ব্যক্তি যদি তার প্রাইমারি ডিভাইসটি হারিয়ে ফেলেন কিংবা ফোনটিকে ফর্ম্যাট করেন, তাহলেও কিন্তু এই ফিচারটিকে এনাবেল করা যাবে না।

Signal-এ ফোন নম্বর পরিবর্তন করার প্রক্রিয়াটি কিন্তু বেশ সহজ। এর জন্য ইউজারদেরকে নীচের স্টেপগুলি ধাপে ধাপে অবলম্বন করতে হবে:

প্রথমে Signal অ্যাপটি ওপেন করতে হবে > Profile > Settings > Account > Change phone number > Continue-তে ট্যাপ করতে হবে।

আপনি নতুন ফোন নম্বরটির রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য অন-স্ক্রিন নির্দেশাবলী (on-screen instructions) অনুসরণ করতে পারেন। উপরে উল্লিখিত প্রক্রিয়াটি iOS এবং Android উভয় ডিভাইসের জন্যই প্রযোজ্য।