ভারতে লঞ্চ হল Dizo GoPods Neo ও GoPods TWS ইয়ারবাড, প্রথম সেলে ৩০০ টাকা ছাড়

Realme-র টেকলাইফ ব্র্যান্ড DIZO গতকাল ভারতীয় ক্রেতাদের জন্য দুটি নতুন ট্রু-ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডকে লঞ্চ করেছে। DIZO GoPods Neo এবং GoPods নামক এই দুটি নয়া অডিও প্রোডাক্ট, অত্যাধুনিক ফিচার এবং ট্রেন্ডি ডিজাইনের সাথে এসেছে। যদিও এগুলি Realme Buds Air 2 ও Buds Q2 এর রিব্র্যান্ডেড ভার্সন। ডিজো গোপডস নিও -এর ফিচার তালিকায় সামিল থাকছে, ১০ মিমি ড্রাইভার এবং ব্যাস বুস্ট প্লাস ফিচার। আবার, ডিজো গোপডস ইয়ারবাডে পাওয়া যাবে, ডুয়েল-মাইক এবং এনভাইরনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) অ্যালগরিদমের সাপোর্ট। উভয় ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার এবং ৪০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি রয়েছে। সর্বোপরি, ডিজো, লঞ্চ অফার হিসাবে এই দুটি অডিও প্রোডাক্ট ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ দিচ্ছে।

DIZO GoPods Neo, GoPods দাম ও লভ্যতা

ডিজো গোপডস নিও ইয়ারবাডের দাম রাখা হয়েছে ৩,২৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে এটির সাথে এখন ৩০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার দরুন, এই ইয়ারবাড মাত্র ২,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। অন্যদিকে, ডিজো গোপডস নিও ইয়ারবাডের দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। এই মডেলের ক্ষেত্রে সংস্থাটি ২০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে সীমিত সময়ের জন্য এটি ২,২৯৯ টাকায় বিক্রি করা হবে।

ডিজো গোপডস আগামী ৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে এবং এটি গ্রে ও ক্রিম হোয়াইট কালারে উপলব্ধ। তবে, ডিজো গোপডস নিও ইয়ারবাডটি কিনতে চাইলে আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডার্ক ব্লু এবং আরোরা কালারের সাথে আসা এই ইয়ারবাড ১০ সেপ্টেম্বর প্রথম সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুটি ইয়ারবাডই ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে।

DIZO ইন্ডিয়ার সিইও অভিলাষ পান্ডা বলেছেন, “আমরা দুটি নতুন TWS অপশন লঞ্চ করেছি, যা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সহ এসেছে। DIZO GoPods সেই সকল খরিদ্দারদের জন্য যারা অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রিমিয়াম ডিজাইনের প্রোডাক্ট খুঁজছেন। অন্যদিকে, DIZO GoPods Neo মূল্য সংবেদনশীল ভোক্তাদের জন্য একটি ভালো বিকল্প হবে, এটি টেক-হেভি এবং ট্রেন্ডি ডিজাইন যুক্ত।”

DIZO GoPods Neo, GoPods ফিচার ও স্পেসিফিকেশন

ডিজো গোপডস ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) টেকনোলজি বর্তমান। এটি ব্যাকগ্রাউন্ড নয়েজকে ২৫ ডেসিবেল পর্যন্ত হ্রাস করতে সক্ষম। এছাড়া, ভয়েস কলের অভিজ্ঞতাকে আরো মনোরম করার জন্য এই অডিও মডেলে ডুয়েল-মাইক এনভাইরনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) অ্যালগরিদম আছে। যা, দুর্দান্ত সাউন্ড পিক-আপ দেওয়ার পাশাপাশি, যানবাহন বা মাইকের আওয়াজের মতো পারিপার্শ্বিক কোলাহলকে ব্লক করতে সহায়তা করে।

এবার আসা যাক ডিজো গোপডস নিও ইয়ারবাডের ফিচারের প্রসঙ্গে। ১০ মিমি ড্রাইভার এবং ব্যাস বুস্ট প্লাস অ্যালগরিদম সহ আসা এই ইয়ারবাডকে অসাধারণ সাউন্ড অভিজ্ঞতা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এমনকি এই অডিও ডিভাইসের মাধ্যমে ইউজাররা যেকোনো সময়ে যেকোনো জায়গায়, রক-কনসার্টের মতো ভারী ব্যাস যুক্ত মিউজিক উপভোগ করতে পারবেন। ডিজো গোপডস এবং গোপডস নিও, উভয় ডিভাইসের বাডে ৪০ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৪০০ এমএএইচ ব্যাটারি আছে।

ডিজো, ANC ফিচার যুক্ত এই দুটি অডিও প্রোডাক্ট বাদেও, স্মার্ট কেয়ার ক্যাটাগরির অধীনে, DIZO Beard Trimmer Plus এবং DIZO Hair Dryer নামের দুটি নতুন গ্যাজেটও লঞ্চ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

9 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

9 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

11 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

11 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

12 hours ago