Dizo Star 300, Dizo Star 500 ফিচার ফোন ১,৮০০ টাকার কমে লঞ্চ হল, পাওয়া যাবে Flipkart থেকে

একসময় Oppo-র হাত ধরে বাজারে এসেছিল Realme; কিন্তু এখন এটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচিত। তবে Realme (রিয়েলমি)-র জনপ্রিয়তা বা ব্যবসা বর্তমানে এতটাই প্রসারিত হয়েছে যে,…

একসময় Oppo-র হাত ধরে বাজারে এসেছিল Realme; কিন্তু এখন এটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচিত। তবে Realme (রিয়েলমি)-র জনপ্রিয়তা বা ব্যবসা বর্তমানে এতটাই প্রসারিত হয়েছে যে, তারা নিজেই এখন Dizo (ডিজো) নামে একটি নতুন সাব-ব্র্যান্ড চালু করেছে। গত সপ্তাহে এই ব্র্যান্ডের অধীনে দুটি নতুন হেডফোনও বাজারে এসেছে। আজ একপ্রকার চুপিচুপি ব্র্যান্ডটি ২,০০০ টাকার কমে Dizo Star 300 (ডিজো স্টার ৩০০) এবং Dizo Star 500 (ডিজো স্টার ৫০০) নামে দুটি ফিচার ফোন লঞ্চ করলো। এই ফিচার ফোনে আছে দুটি বড় ব্যাটারি, ৩২ এমবি স্টোরেজ, ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন, একনজরে দেখে নেওয়া যাক Dizo Star 300 এবং Dizo Star 500 ফিচার ফোনের স্পেসিফিকেশন, দাম সহ অন্যান্য তথ্য।

Dizo Star 300 এবং Dizo Star 500 ফোনের দাম ও প্রাপ্যতা

ভারতের বাজারে ডিজো স্টার ৩০০ এবং স্টার ৫০০ ফিচার ফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,২৯৯ টাকা এবং ১,৭৯৯ টাকা। দুটি ফোনই আগামী কয়েক দিনের মধ্যে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। পাশাপাশি এগুলি অফলাইনে বাজার থেকেও শীঘ্রই কেনা যাবে।

Dizo Star 300 And Star 500 Price In India

Dizo Star 300 এবং Dizo Star 500 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডিজো স্টার ৩০০ ফোনটিতে রয়েছে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং ২,৫৫০ এমএএইচ ব্যাটারি যা একদিনের ব্যাকআপ দেবে। আবার মিউজিক বা ছবি সেভ করার জন্য এতে থাকছে ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে ক্রেতারা ফটোগ্রাফির জন্য ডিজো স্টার ৩০০ ফিচার ফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ ০.৩ এমপি রিয়ার ক্যামেরা পাবেন। তদ্ব্যতীত, স্টার ৩০০-তে মোট ৮টি স্থানীয় ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাট এবং পাঞ্জাবি) ব্যবহার করা যাবে। ফ্লিপকার্টে উপলব্ধ ছবি দেখে মনে হচ্ছে, ফোনটি স্কাই ব্লু রঙে পাওয়া যাবে, যেখানে ব্যাক প্যানেলে বড় ডিজো ব্র্যান্ডিং থাকবে।

ডিজো স্টার ৫০০-এর ফিচারের কথা বললে, এতে ২.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ১,৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাথে আছে ব্লুটুথ, ক্যালেন্ডার, অ্যালার্ম, ক্যালকুলেটর, সাউন্ড রেকর্ডার এবং ফাইল ম্যানেজারের মত ফিচার। এছাড়া ডিজো স্টার ৫০০ ফিচার ফোনটিতে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু এবং গুজরাটি ৫টি ভিন্ন ভাষা উপলব্ধ হবে। আবার ছবি তোলার জন্য পাওয়া যাবে এলইডি ফ্ল্যাশযুক্ত ০.৩ এমপি ভিজিএ রিয়ার ক্যামেরা। অতিরিক্তভাবে এটি ৩২ এমবি স্টোরেজ এবং স্ট্রিপ টর্চ অপশন সরবরাহ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন