Dizo Watch 2 Sports স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল, শুরুতে পাবেন হাজার টাকা ছাড়

ভারতে আত্মপ্রকাশ করলো Dizo Watch 2 Sports স্মার্টওয়াচ। Realme টেকলাইফ সাব ব্র্যান্ড ডিজোর ভ্যানিলা ডিজো ওয়াচ ২ -এর উত্তরসূরী এই নতুন ঘড়িটি। এতে রয়েছে ১১০টিরও বেশী স্পোর্টস মোড। এছাড়া, ১.৬৯ ইঞ্চি টিএফটি টাচ ডিসপ্লের সাথে আসা ওয়্যারেবলটিতে উপস্থিত ১৫০টিরও বেশি ওয়াচফেস। সংস্থার দাবি, একবার চার্জে এটি দশ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। চলুন দেখে নেওয়া যাক Dizo Watch 2 Sports স্মার্টওয়াচের দাম, ও সমস্ত ফিচার

Dizo Watch 2 Sports স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে ডিজো ওয়াচ ২ স্পোর্টস স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। তবে সীমিত সময়ের জন্য এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে ১,৯৯৯ টাকায়। শুধু তাই নয়, স্মার্টওয়াচটির সাথে দেওয়া হচ্ছে ১২ মাসের ওয়্যারেন্টি। আগামী ৮ মার্চ থেকে এর সেল শুরু হবে । ক্লাসিক ব্ল্যাক, ডার্ক গোল্ডেন,গোল্ডেন পিঙ্ক ,ওশান ব্লু, প্যাশন রেড এবং সিলভার গ্রে কালারগুলির মধ্যে থেকে ক্রেতারা বেছে নেবেন তাদের পছন্দের কালারের স্মার্টওয়াচটি।

Dizo Watch 2 Sports স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

ডিজো ওয়াচ ২ স্পোর্টস স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন প্রসঙ্গে আলোচনা করার আগে জানিয়ে রাখি, চলতি সপ্তাহে প্রথমেই নির্দিষ্ট মাইক্রোসাইটে ঘড়িটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য টিজ করা হয়েছিল। সেখান থেকে জানা গেছে ঘড়িটি ১.৬৯ ইঞ্চি টিএফটি টাচ ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল এবং এটি ৬০০ নিট উজ্জলতা দেবে। শুধু তাই নয়, এতে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং। আবার ১৫০টিরও বেশি ওয়াচফেস এসে উপস্থিত। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি আগের ভ্যানিলা ডিজো ওয়াজ ২ এর থেকে কুড়ি শতাংশ হালকা।

এছাড়াও ঘড়িটিতে ১১০টিরও বেশী ইনডোর এবং আউটডোর স্পোর্টস মোড উপলব্ধ। ডিজো অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী তার বিভিন্ন স্পোর্টিং অ্যাক্টিভিটি নিরীক্ষণ করতে পারবেন। এমনকি ব্যবহারকারীর জিপিএস রানিং রুটও বলে দেবে ঘড়িটি। উপরন্তু, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হেলথ ফিচার হিসেবে এতে হার্ট রেট মনিটর, ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন মনিটর, স্লিপ ট্র্যাকার, মেনস্ট্রুয়াল পিরিয়ড ট্র্যাকার, স্টেপ কাউন্টার, ওয়াটার ড্রিংকিং রিমাইন্ডার এবং সিডেন্টারি রিমাইন্ডার বর্তমান।

এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি এবং একটি স্মার্ট পাওয়ার -সেভিং চিপ। সংস্থার দাবি, একক চার্জে এটি দশ দিন পর্যন্ত সক্রিয় এবং কুড়ি দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। উপরন্তু মাত্র ২ ঘন্টায় এটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। দ্রুত কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ভি৫, যা ১০ মিটার দূরত্বের মধ্যে থাকা যেকোনো অ্যান্ড্রয়েড ৫.০ কিংবা তার উপরের এবং আইওএস ১০.০ অথবা তার থেকে উচ্চ ভার্সনে চালিত ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

অন্যদিকে, ঘড়িটিতে রয়েছে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, রিমোট ক্যামেরা শাটার, স্মার্ট নোটিফিকেশন, কল রিজেকসন ফিচার, এলার্ম এবং ফাইন্ড মাই ফোন ফিচার। জল থেকে সুরক্ষা দিতে Dizo Watch 2 Sports স্মার্টওয়াচ ৫ এটিএম রেটিংয়ের সাথে এসেছে। পরিশেষে জানাই, ঘড়িটির পরিমাপ ২৫৮x৩৮.৮x১২.২ এবং ওজন ৪১.৫গ্রাম।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

26 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

34 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

50 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

55 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago