Smartphone: অন্যান্য দেশের ফোনে ভূমিকম্প অ্যালার্ট ফিচার থাকলেও ভারতে কেন নেই, উঠছে প্রশ্ন

স্মার্টফোন কোম্পানিগুলি অনেক দেশেই ভূমিকম্প সতর্কতা (Earthquake Alert) ফিচার অফার করে

ভারতে যখন কোনও বড় ঘটনা ঘটে, তখন সরকার এবং সংস্থাগুলি নড়েচড়ে বসে। সাইরাস মিস্ত্রি বা ঋষভ পন্থের মতো বিখ্যাত ব্যক্তিরা যখন গাড়ি দুর্ঘটনার শিকার হন, তখন সরকারের তরফে নিরাপত্তা বিধি পরিবর্তনের কথা ভাবা হয়। কিন্তু তার আগে গাড়ি কোম্পানিগুলিকে বিভিন্ন দিক থেকে ছাড় দেওয়া হয়। স্মার্টফোনের (Smartphone) ক্ষেত্রেও এমনই একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে। প্রসঙ্গত, স্মার্টফোন কোম্পানিগুলি অনেক দেশেই ভূমিকম্প সতর্কতা (Earthquake Alert) ফিচার অফার করে। তবে ভারতে এই ফিচারটির সুবিধা পাওয়া যাচ্ছে না।

ভূমিকম্প অ্যালার্ট ফিচার

স্মার্টফোন কোম্পানিগুলি অনেক দেশে ভূমিকম্প অ্যালার্ট ফিচার রোলআউট করেছে। কিন্তু ভারতে আসা ফোনগুলিতে এই ফিচার ব্যবহার করা যায় না। যদিও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ছাড়াও উপকূলীয় এলাকাগুলি ভূমিকম্প প্রবণ অঞ্চলে হিসেবে পরিচিত। অর্থাৎ এইসমস্ত অঞ্চলে ভূমিকম্প যে কোনো সময় ধ্বংসযজ্ঞ চালাতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে ফোনে ভূমিকম্প সতর্কতামূলক ফিচার বাধ্যতামূলক করা হচ্ছে না। যার ফায়দা নিচ্ছে কোম্পানিগুলি। কারণ এই ফিচার দিলে তাদের ফোন তৈরীর খরচ বাড়তে পারে।

ভারতে অ্যাক্টিভ নয় ভূমিকম্প অ্যালার্ট ফিচার

প্রসঙ্গত, ভারতে উপস্থিত কিছু স্মার্টফোনের সেটিংস অপশনে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে আর্থকোয়েক অ্যালার্ট ফিচার দেওয়া হয়েছে। তবে আপনি যখন এই ফিচারটি চালু করবেন, তখন একটি মেসেজ দেখা যাবে, যেখানে লেখা থাকবে এই পরিষেবাটি বর্তমানে ভারতে উপলব্ধ নয়।

এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, ভারতে কেন এই ফিচার দেওয়া হচ্ছে না? কীভাবে স্মার্টফোন সংস্থাগুলিকে যা খুশি তা করার অনুমতি দেওয়া হচ্ছে? ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (ট্রাই) কেন ভূমিকম্প সতর্কতা ফিচার বাধ্যতামূলক করছে না? যেখানে ভারত সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প অঞ্চলগুলির একটি। এই প্রশ্নগুলির উত্তর জানা যায়নি।