দাম মাত্র ২ হাজার টাকা, Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচ কিনবেন নাকি

ভারতে আত্মপ্রকাশ করল Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৬৯ ইঞ্চি আয়তক্ষেত্রাকার টাচস্ক্রিন ডিসপ্লে এবং ফ্ল্যাপি বার্ডের মতো জনপ্রিয় অফলাইন গেম। অন্যদিকে, ঘড়িটিতে…

ভারতে আত্মপ্রকাশ করল Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৬৯ ইঞ্চি আয়তক্ষেত্রাকার টাচস্ক্রিন ডিসপ্লে এবং ফ্ল্যাপি বার্ডের মতো জনপ্রিয় অফলাইন গেম। অন্যদিকে, ঘড়িটিতে নেভিগেশনের জন্য একটি ক্রাউন বর্তমান। তাছাড়া থাকছে ৩০টি স্পোর্টস মোড, হার্ট রেট এবং SpO2 মনিটর, সাথে স্লিপ মনিটর। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে ফায়ার বোল্ট নিনজা প্রো প্লাস স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। ব্ল্যাক, ব্লু, গ্রীন, গ্রে এবং রেড কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। বর্তমানে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচের ফিচার এবং স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নবাগত ফায়ার বোল্ট নিনজা প্রো প্লাস স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি আয়তক্ষেত্রাকার টাচস্ক্রিন ডিসপ্লের সাথে এসেছে। এতে ২০০ টিরও বেশি ওয়াচফেস উপলব্ধ। ব্যবহারকারী চাইলেই তার পছন্দমতো এবং মর্জি মতো ওয়াচফেস পরিবর্তন করে নিতে পারবেন। ঘড়িটির ডানদিকে রয়েছে একটি ক্রাউন, যা ঘড়িটিকে চালনা করতে সাহায্য করবে। শুধু তাই নয়, এটি ব্যবহারকারীর হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল, স্লিপ এবং মেডিটেটিভ ব্রিথিং পরিমাপ করতে সক্ষম।

সদ্য লঞ্চ হওয়া ফায়ার বোল্ট নিনজা প্রো প্লাস স্মার্টওয়াচটিতে ৩০টি স্পোর্টস মোড উপলব্ধ। যার মধ্যে থাকছে রানিং, ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, যোগা, স্কিপিং ইত্যাদি। এমনকি এতে রয়েছে সিডেন্টারি এবং হাইড্রেশন রিমাইন্ডার, মেনস্ট্রুয়াল ট্রাকিং বিল্ট-ইন এলার্ম এবং ওয়েদার আপডেট। তাছাড়া ঘড়িটি ব্যবহারকারীকে তার ফোন কল ম্যানেজ করতে এবং সোশ্যাল মিডিয়ার মেসেজ নোটিফিকেশন জানান দিতে সাহায্য করবে। উপরন্তু ঘড়িটির মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরা এবং প্লেব্যাক কন্ট্রোল করা সম্ভব।

তদুপরি, Fire-Boltt Ninja 2 Pro Plus স্মার্টওয়াচ ১০ মিটার গভীর জলেও ব্যবহারযোগ্য। তাই এতে দেওয়া হয়েছে ২এটিএম রেটিং। সংস্থাটি দাবি করেছে, এর লিথিয়াম ব্যাটারি একবার চার্জে ৫ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। হেলথ ট্র্যাকিং ফিচার ছাড়াও ঘড়িটিতে রয়েছে বিভিন্ন অফলাইন গেম। পরিশেষে জানাই , ঘড়িটির পরিমাপ ৩৫.৬x৫৪x৯এমএম এবং ওজন ৩৮ গ্রাম।