সস্তায় iPhone কেনার স্বপ্নপূরণে করতে শুরু হল Flipkart Apple Days সেল, অফার 20 তারিখে শেষ

ভারতের জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আইফোন অনুরাগীদের জন্য নিয়ে এসেছে সুখবর। শুরু হয়ে গেছে ফ্লিপকার্ট অ্যাপল ডেজ সেল (Flipkart Apple Days Sale)। ই-কমার্স ওয়েবসাইটটি ভারতে উপলব্ধ আইফোন মডেলগুলিতে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় ডিল অফার করতে অ্যাপল ডেজ সেলটি চালু করেছে৷ ফ্লিপকার্টের গ্রাহকরা সেল চলাকালীন তিনটি আইফোন মডেলে ছাড় পেতে পারেন। এগুলি হল- iPhone 13, iPhone 12 Mini এবং iPhone 11। ফ্লিপকার্টে উৎসবের মরসুমের সেল চলাকালীন iPhone 13-এর চাহিদা অনেকটাই বেড়েছিল। এই মুহূর্তে ভারতে সবচেয়ে মূল্যবান আইফোনগুলির মধ্যে এটিও একটি। আইফোনে ফ্লিপকার্ট অ্যাপল ডেস সেললের অফার, হ্যান্ডসেটগুলির দাম এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

Flipkart Apple Days Sale: ডিসকাউন্ট এবং অফার

ভারতে ইতিমধ্যেই লাইভ হয়েছে ফ্লিপকার্ট অ্যাপল ডেজ সেল। আগ্রহী ক্রেতারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত ফ্লিপকার্টে এই বিশেষ ছাড় এবং অফারগুলি পেতে পারেন। এই সেলে ছাড়ের সাথে উপলব্ধ আইফোন মডেলগুলি হল – আইফোন ১৩, আইফোন ১২ মিনি এবং আইফোন ১১।

অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরে ৬৯,৯০০ টাকা মূল্যের আইফোন ১৩, অ্যাপল ডেজ সেলের সময় ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই দামে ব্যবহারকারীরা ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত মডেলটি পাবেন। যে সমস্ত গ্রাহকরা ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনবেন তারা ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরা আইফোনে ৫ শতাংশ ছাড় পেতে পারেন। আর ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা এবং ৯৪,৯৯৯ টাকায় কেনা যাবে।

জানিয়ে রাখি, iPhone 13-এ ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.১ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এটিতে ফেস আইডি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জন্য একটি প্রশস্ত ডিসপ্লে নচ রয়েছে। ডিভাইসটি ছয়টি সিপিইউ কোর এবং চারটি জিপিইউ কোর সহ এ১৫ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আইফোনটি ২০ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ম্যাগসেফ চার্জিং এবং ৭.৫ওয়াট 7.5W কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

আবার, iPhone 12 Mini ফ্লিপকার্টে মাত্র ৩৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এর ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি যথাক্রমে ৪৩,৯৯৯ টাকা এবং ৫৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এই কমপ্যাক্ট আইফোনটিতে ৬০ হার্টজ ডিসপ্লে সহ ৫.৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এই হ্যান্ডসেটটি এ১৪ বায়োনিক চিপের সাথে এসেছে। যেহেতু এটি একটি শক্তিশালী চিপ যুক্ত একটি কমপ্যাক্ট আইফোন, তাই ব্যাটারির আয়ু ততটা ভালো নাও হতে পারে৷ ফোনটির পিছনে, ডুয়েল-ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা অবস্থান করছে। ফোনটিতে একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। iPhone 12 Mini আইওএস ১৪ (iOS 14) ইউজার ইন্টারফেসে চলে, তবে এটি আইওএস ১৬ পর্যন্ত আপডেট পাবে।

সবশেষে, iPhone 11-এর ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি অ্যাপল ডেজ সেল চলাকালীন ৪০,৯৯৯ টাকায় কেনা যাবে, যেখানে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের ব্যাক প্যানেলে একটি ১২ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। যদিও iPhone 11-এর ডিসপ্লের আকার iPhone 13-এর মতো, তবে এর পারফরম্যান্স ইউনিট এর চেয়ে দ্রুততম নয়। ডিভাইসটি অ্যাপলের এ১৩ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago