Categories: Mobiles

সবচেয়ে সস্তায় 5G ফোন কিনে নিন: 15000 টাকা বাজেটে মিলছে Samsung, Moto-র ফোন, ফিচার মাথা ঘোরানো

একটা সেল শেষ হতে না হতে আরেকটি সেলের অফার নিয়ে হাজির হওয়াটা কার্যত Flipkart-এর স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি গতকাল মধ্যরাতে শেষ হওয়া Month End Mobile Fest সেল যদি কোনো কারণে মিস করে থাকেন এবং এই মুহূর্তে আপনার কম দামে একটি ভালো 5G ফোন কেনার থাকে, তাহলে ই-কমার্স প্ল্যাটফর্মটির মাসিক Big Bachat Days Sale থেকে সহজেই নিজের ইচ্ছেপূরণ করতে পারবেন। কেননা আগামী 7 এপ্রিল পর্যন্ত চলা এই বিক্রয়পর্বে 15 হাজার টাকা বাজেটে বিভিন্ন নামী ব্র্যান্ডের শক্তিশালী ফোন অর্ডার করা যাবে। এই প্রতিবেদনে আপনার জন্য রইল সেরা তিনটি অফারের হদিশ।

Flipkart Sale-এ এই তিন 5G ফোনে পাবেন সেরা অফার

১. Motorola G34 5G: এই ফোনটির দাম 10,999 টাকা। তবে এটি অর্ডার করার সময় নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিংবা 5% ক্যাশব্যাক কাজে লাগানো যাবে, মিলবে 10,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।

এতে আছে 120 হার্টজ রিফ্রেশ 6.5 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 5000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটি ডলবি অ্যাটমস-টিউনড্ ডুয়েল স্টেরিও স্পিকারও করে।

২. Samsung Galaxy F15 5G: এই হ্যান্ডসেটের 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 12,999 টাকা। এক্ষেত্রে পেমেন্ট করার সময় স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক সিগনেচার ক্রেডিট (Samsung Axis Bank Signature Credit) কার্ড ব্যবহার করা হলে 2,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে, যেখানে স্যামসাং অ্যাক্সিস ইনফিনিট (Samsung Axis Infinite) কার্ডে মিলবে সর্বোচ্চ 5,000 টাকার ছাড়। এছাড়া আছে 12,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের বিকল্প।

ফিচার বলতে ফোনটিতে পাবেন 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 2340×1080 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 6,000 এমএএইচ ব্যাটারি ও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৩. Poco X6 Neo 5G: এর 8 জিবি ও 128 জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে 15,999 টাকা। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে 1,000 টাকা ছাড় থেকে শুরু করে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে, সাথে থাকবে 14,600 টাকার এক্সচেঞ্জ অফার।

এই স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে (কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন আছে), মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যায়।

Anwesha Nandi

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

54 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago