নিউ ইয়ারে Motorola-র গিফ্ট! 15 হাজারে মিলছে 32MP সেলফি ক্যামেরার ফোন, অফার কাল অবধি

প্রায় প্রতিমাসেই Flipkart একটি মান্থলি সেলের আয়োজন করে। সেক্ষেত্রে এই অভ্যাসবশত জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি গতকাল অর্থাৎ ৫ই জানুয়ারি থেকে Flipkart Big Bachat Dhamaal নামক…

প্রায় প্রতিমাসেই Flipkart একটি মান্থলি সেলের আয়োজন করে। সেক্ষেত্রে এই অভ্যাসবশত জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি গতকাল অর্থাৎ ৫ই জানুয়ারি থেকে Flipkart Big Bachat Dhamaal নামক নিজের নতুন বছরের প্রথম সেল লাইভ করেছে, যেখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে গ্রোসারি আইটেম – সমস্ত কিছুই সস্তায় মিলছে। সেক্ষেত্রে আপনার যদি এই মুহূর্তে একটি নতুন ফোন কেনার থাকে তাও কম টাকায়, তাহলেও এই সেল আপনার কাজে আসবে, কেননা চলতি Flipkart Big Bachat Dhamaal Sale-এ বিভিন্ন স্মার্টফোন সস্তায় মিলছে। বিশেষত, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিশিষ্ট Motorola Edge 30 Fusion ফোনটিতে উপলব্ধ অফার আপনার জন্য দারুণ ফায়দামন্দ্ হতে পারে। কেন একথা বলছি? তাহলে আসুন, দেখে নিই Flipkart কোম্পানি Motorola Edge 30 Fusion-তে ঠিক কী অফার দিচ্ছে এবং ফোনে কী ফিচার আছে…

Flipkart Offer: দারুণ ছাড়ে মিলছে Motorola Edge 30 Fusion ফোন

মোটোরোলা এজ্ ৩০ ফিউশন ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে ৪৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বাচত্ ধামাল সেলে এটি ডিসকাউন্টে ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ছাড় হিসেবে ৫% ক্যাশব্যাক মিলবে।

এখানেই শেষ নয়, আপনি যদি কোনো পুরোনো ফোনের বিনিময়ে এই মোটো স্মার্টফোনটি কেনেন, তাহলে ২৫,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। যদিও এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা, মডেল, ব্র্যান্ড ইত্যাদির উপর। এছাড়া মনে রাখবেন যে আগামীকালই সেল শেষ হচ্ছে, তাই তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে।

Motorola Edge 30 Fusion-এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ্ ৩০ ফিউশন স্মার্টফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১১০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৫৫ ইঞ্চি ফুলএইচডি+ পি-ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি প্রসেসর, যার সাথে ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আবার ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এটি ৫জি (5G) কানেক্টিভিটিও অফার করবে।