১৬ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জলের দরে 5G ফোন কেনার সুযোগ আনল Flipkart Sale

Flipkart Big Diwali Sale : আজ অর্থাৎ ১১ই অক্টোবর থেকে সবার জন্য লাইভ করে দেওয়া হল Flipkart Big Diwali Sale, যা চলবে আগামী ১৬ই অক্টোবর পর্যন্ত। এই সময়কালে বিভিন্ন সেগমেন্টের প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট ও আকর্ষণীয় অফার দেওয়া হবে। তবে স্মার্টফোন বিভাগের সাথে উপলব্ধ ডিলগুলি অত্যন্ত লাভজনক। তাই আপনারা যারা নিজেদের বিদ্যমান মোবাইল পরিবর্তন করে একটি ‘ব্র্যান্ড নিউ’ স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাদের জন্য চলমান এই সেল আদর্শ। কেননা জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart আয়োজিত এই সেলে – Nothing, Google, Samsung, Poco এবং Realme -এর মতো ব্র্যান্ডের লেটেস্ট তথা ‘বেস্ট সেলিং’ কয়েকটি হ্যান্ডসেটকে ভারী ডিসকাউন্ট সহ তুলনায় অনেকটাই কম দামে বিক্রি করা হচ্ছে। আসুন Flipkart Big Diwali Sale থেকে কোন কোন মডেলকে সস্তায় পকেটস্থ করা যাবে দেখে নেওয়া যাক।

SBI ও Kotak ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Flipkart নিয়ে এলো ‘Big Diwali Sale’

ফ্লিপকার্ট তাদের এই আপকামিং সেলকে SBI ও Kotak ব্যাঙ্কের হাত মিলিয়ে নিয়ে এসেছে। ফলে আলোচ্য দুটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার Paytm -এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকদের অতিরিক্ত ক্যাশব্যাক সুবিধাও দেওয়া হবে। আর Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডহোল্ডাররা ৫% ক্যাশব্যাক হস্তগত করতে পারবেন।

Flipkart Big Diwali সেলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন অফার

Nothing Phone (1) : বর্তমানে ‘ট্রেন্ডিং’ স্মার্টফোনগুলির মধ্যে নাথিং ফোন (১) অন্যতম। গত জুলাই মাসের ১২ তারিখ আত্মপ্রকাশ করা এই হ্যান্ডসেটকে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে ব্যাঙ্ক কার্ড অফার সহ ৩২,৯৯৯ টাকার পরিবর্তে ২৭,০০০ টাকার প্রারম্ভিক মূল্যে কেনা যাবে৷

ফিচার হিসাবে, ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ – ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের একটি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম, সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেস, ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা সহ এসেছে। সিকিউরিটির জন্য ডিভাইসে বিদ্যমান থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি। আর ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করে।

Samsung Galaxy Z Flip 3 : স্যামসাংয়ের এই প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনের সাথেও বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে। লিস্টিং অনুসারে, এই সেল চলাকালীন ফ্লিপ হ্যান্ডসেটকে ডিসকাউন্ট সহ ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আর SBI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরো ১০% অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাবেন আপনারা।

বিশেষত্বের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোন, ৬.৭ ইঞ্চির (১০৮০x২৬৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে এবং ১.৯ ইঞ্চির (২৬০x৫১২ পিক্সেল) কভার বা কুইক ভিউ ডিসপ্লে সহ এসেছে। মুখ্য ফিচার হিসাবে এতে, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১০ মেগাপিক্সেল সেলফি শুটার, স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি চিপসেট, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৩,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ তদুপরি, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিংও সাপোর্ট করে। এটি IPX8 রেটিং সহ আসা বিশ্বের প্রথম জল-প্রতিরোধী ফোল্ডেবল স্মার্টফোন।

Google Pixel 6a : ফ্লিপকার্ট আয়োজিত সেলে গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনকে সবচেয়ে বেশি ছাড়ে বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে এটিকে ৩৬,৯৯৯ টাকার পরিবর্তে ২৭,৯৯৯ টাকা খরচ করে কেনার সুযোগ পেয়ে যাবেন আপনারা।

ফিচারের কথা বললে, গত বছর আগত গুগল পিক্সেল ৬এ ফোনে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি গুগল টেনসর অক্টা-কোর চিপসেট এবং টাইটান এম২ সিকিউরিটি কো-প্রসেসর সহ এসেছে। আর অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়া এই গুগল ফোনে – ৬ জিবি LPDDR5 র‍্যাম, ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ, ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৪,৪১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান। এছাড়া নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Samsung Galaxy S21 FE 5G : সেরা ক্যামেরা এবং ডিসপ্লে সমন্বিত এই স্মার্টফোনটিকে আগামী ১৬ই অক্টোবর পর্যন্ত আপনারা ব্যাঙ্ক অফার ও ডিসকাউন্ট সহ কেবল ৩৪,০০০ টাকার বিনিময়ে কিনতে পারবেন ফ্লিপকার্টের মাধ্যমে, যা অন্য সময়ে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হয়।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে একাধিক ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার রয়েছে। যেমন, এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2x ডিসপ্লে সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে এক্সিনস ২১০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য এতে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া স্যামসাং আনীত এই ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান, যা ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S22+ : প্রিমিয়াম ক্যাটাগরি অন্তর্গত এই স্যামসাং স্মার্টফোনকে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে তুলনায় অনেকটাই সস্তায় অর্থাৎ ৫৭,০০০ টাকায় কেনা যাবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট অন্তর্ভুক্ত থাকছে।

ফিচার হিসাবে, স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক AMOLED ২x ডিসপ্লে প্যানেল আছে, যা ৪৮ হার্টজ – ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ১,৭৫০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য উক্ত ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সমন্বিত রয়েছে৷ এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম ইন্টারফেস দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই ফ্ল্যাগশিপ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর+১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স+১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার) এবং ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া এতে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

59 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

1 hour ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago