সনি ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Oppo Reno 11A জবরদস্ত ফিচার সহ আসছে

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, Oppo Reno 11A স্মার্টফোন CPH2603 মডেল নম্বর বহন করবে। আশ্চর্যের বিষয়, এই একই মডেল নম্বরের সাথে গত ফেব্রুয়ারি মাসে Oppo Reno 11F মডেলটি লঞ্চ হয়েছিল।

Oppo বর্তমানে তাদের জনপ্রিয় Reno-সিরিজের অধীনে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে আসার কাজে বিশেষ ব্যস্ত। আসন্ন মডেলটি Oppo Reno 11A নামের সাথে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি এই স্মার্টফোন Bluetooth SIG সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়, যা এর ব্লুটুথ সংস্করণ সহ মডেল নম্বর নিশ্চিত করেছে। সর্বোপরি ডিভাইসটি কোন দেশের বাজারে সর্বপ্রথম লঞ্চ হবে সেই ইঙ্গিতও পাওয়া গেছে এই সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং থেকে।

Bluetooth SIG সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল Oppo Reno 11A স্মার্টফোন

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, Oppo Reno 11A স্মার্টফোন CPH2603 মডেল নম্বর বহন করবে। আশ্চর্যের বিষয়, এই একই মডেল নম্বরের সাথে গত ফেব্রুয়ারি মাসে Oppo Reno 11F মডেলটি লঞ্চ হয়েছিল। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন হ্যান্ডসেটটি বিদ্যমান স্মার্টফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে৷

এই সার্টিফিকেশন পোর্টালে Oppo Reno 11A স্মার্টফোনের অন্যান্য কোনো ফিচার সম্পর্কিত তথ্য দেওয়া নেই। তবে জানা গেছে, ডিভাইসটি ব্লুটুথ ৫.২ স্ট্যান্ডার্ড সমর্থন করবে। সর্বোপরি ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটের লিস্টিং ইঙ্গিত দিয়েছে যে, রেনো-সিরিজের অধীনে আসন্ন এই মডেল শীঘ্রই জাপানের বাজারে মুক্তি পেতে পারে।

যদি সত্যি Oppo Reno 11A স্মার্টফোন Oppo Reno 11F -এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসে, তবে ডিভাইস দুটির ফিচার অনুরূপ থাকার সম্ভাবনা ব্যাপক। তাই নিচে Oppo Reno 11F মডেলটির স্পেসিফিকেশন আলোচনা করা হল…

Oppo Reno 11F 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১১এফ ৫জি স্মার্টফোনে পান্ডা গ্লাস (দ্বিগুন রেইনফোর্সড) প্রোটেকশন সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) AMOLED ১০-বিট ডিসপ্লে প্যানেল রয়েছে। এই টাচস্ক্রিন – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্ক্রিন সেন্সিবিলিটি, ১১০০ নিট পিক ব্রাইটনেস, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১০০% sRGB কালার কভারেজ, ১.০৭ বিলিয়ন কালার, DCI-P3 কালার গ্যামেট এবং ৯৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং এআরএম মালি জি৬৮ এমসি৪ জিপিইউ সহ এসেছে। অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন চালিত এই ফোনে ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ বিদ্যমান। যদিও ৮ জিবি পর্যন্ত এক্সটেনডেড র‍্যাম ফিচারের সাপোর্টও পাওয়া যাবে।

তদুপরি ফটো ও ভিডিওগ্রাফির জন্য মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেলের OV64B প্রাইমারি শ্যুটার + ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা উপস্থিত। এই হ্যান্ডসেট স্টেপ কাউন্টিং সেন্সর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচারের সাথে এসেছে। Oppo Reno 11F 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।