আজই অফার শেষ, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোনের উপর ৫ হাজার টাকা ছাড়

ই-কমার্স সাইট Flipkart -এ এখন চলছে Moto Days Sale। আর সেলটির নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে, এই সময়কালে বিভিন্ন সেগমেন্ট অন্তর্গত বেশ কয়েকটি Motorola ব্র্যান্ডিংয়ের ফোনকে ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে৷ এক্ষেত্রে আজ আমরা সেলে তালিকাভুক্ত Motorola Edge 30 Ultra স্মার্টফোনের সাথে প্রযোজ্য অফার ও ডিলের সম্পর্কেই আলোচনা করবো। এটি বর্তমানে উক্ত অনলাইন শপিং সাইটে সর্বনিম্ন মূল্যে উপলব্ধ। তবে আগেই বলে দিই, Moto Days Sale আজ অর্থাৎ ৭ই নভেম্বর রাত ১২টা পর্যন্তই লাইভ থাকবে৷ তাই তড়িঘড়ি চলুন Flipkart এই মোটো ফোনের উপর কি কি অফার দিচ্ছে দেখে নেওয়া যাক।

Flipkart Moto Days সেলে Motorola Edge 30 Ultra স্মার্টফোনে অফার

মোটোরোলা এজ ৩০ আল্ট্রা স্মার্টফোনের প্রকৃত প্রারম্ভিক মূল্য ৫৯,৯৯৯ টাকা। কিন্তু এটিকে বর্তমানে ফ্লিপকার্টে চলমান মোটো ডেজ সেলে ৫৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ গ্রাহকেরা এই ফ্ল্যাগশিপ ফোন কেনার ক্ষেত্রে পুরো ৫,০০০ টাকার ছাড় পেয়ে যাচ্ছেন। এর সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফার। উল্লেখ্য এই ডিলটি হ্যান্ডসেটের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি মডেলের।

প্রসঙ্গত আপনারা যারা একটি নয়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৬০,০০০ টাকার মতো বাজেট নিয়ে চলছেন, তারা ফ্লিপকার্ট থেকে Samsung Galaxy S22 Plus মডেল কেনার কথাও বিবেচনা করতে পারেন। কেননা, আলোচ্য মডেলটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সীমিত সময়ের জন্য ৫২,৪৪৯ টাকায় বিক্রি করা হচ্ছে। মূলত যারা দুর্দান্ত ফটোগ্রাফির জন্য স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এটি আদর্শ।

Motorola Edge 30 Ultra -এর স্পেসিফিকেশন

ডুয়েল-সিমের (ন্যানো) মোটোরোলা এজ ৩০ আল্ট্রা স্মার্টফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) OLED কার্ভড ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০+ টেকনোলজি সাপোর্ট করে। ফোনটির ফ্রন্ট এবং রিয়ার উভয় প্যানেলেই কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিন দ্বারা চালিত। নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 30 Ultra ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP1 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি টেলিফটো শুটার। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য উক্ত ডিভাইসে একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

মোটোরোলার এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এজিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30 Ultra ফোনে ১২৫ ওয়াট টার্বোপাওয়ার (TurboPower) ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এছাড়া, ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP52 রেটিং প্রাপ্ত।