Flipkart-এর বাম্পার অফার, ২০,০০০ টাকার কমে মিলছে প্রিমিয়াম Samsung Galaxy S21 FE

আপনি কি এই মুহূর্তে (পড়ুন নতুন বছরের শুরুতেই) একটি নতুন ফোন কিনতে চান? আর ফোন কেনার ক্ষেত্রে আপনার প্রয়োজন বিশেষ ডিসকাউন্ট বা অফার? তাহলে কিন্তু চোখ-কান বুজে এখনই ঢুঁ মারুন পরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ। না, বর্তমানে Flipkart-এ কোনো সেল চলছেনা, তবে ই-কমার্স প্ল্যাটফর্মটি কিছু কিছু স্মার্টফোনে এমন আকর্ষণীয় অফার দিচ্ছে যার জেরে অনেক নামী ব্র্যান্ডের দামী হ্যান্ডসেট আপনারা একদম সস্তায় পকেটস্থ করতে পারবেন। যেমন এখন Flipkart, Samsung Galaxy S21 FE ফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক স্কিমের মত কিছু সুবিধা প্রদান করছে যার জেরে এই প্রিমিয়াম ফিচার বিশিষ্ট ফোনটি ২০,০০০ টাকার কমে মানে একটি মিড রেঞ্জ মডেলের দামেই কেনা যাবে। আসুন, এখন Samsung Galaxy S21 FE-তে উপলব্ধ অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

Flipkart থেকে ২০,০০০ টাকার কমে কিনুন Samsung Galaxy S21 FE

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৭৪,৯৯৯ টাকা। তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই হ্যান্ডসেটটি বর্তমানে ৪৯,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে; অন্যদিকে, একধাপ এগিয়ে ফ্লিপকার্ট এটি ফ্ল্যাট ডিসকাউন্টে ৩৯,৯৯৯ টাকায় বিক্রি করছে। এখানেই শেষ নয়, এখন এই স্যামসাং স্মার্টফোনটিতে বেশ বড়সড় এক্সচেঞ্জ অফারও দিচ্ছে ফ্লিপকার্ট। ফলত আগ্রহীরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই মডেলটি কিনলে ২১,৪০০ টাকার পর্যন্ত ভ্যালু পেতে পারেন। সব মিলিয়ে এর জন্য আপনাকে ব্যয় করতে হবে ১৮,৫৯৯ টাকা।

এছাড়া ফোনটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে দামের ওপর অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যাবে, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন নো-কস্ট ইএমআই স্কিমও।

Samsung Galaxy S21 FE ফোনের স্পেসিফিকেশন

এতদূর পর্যন্ত পড়ে আপনি যারা ভাবছেন যে কী এমন আছে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে বা এই ফোন কিনলে কী ফায়দা হবে, তাদের বলি গ্যালাক্সি এস২১ এফই গত বছরের শুরুতে লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে এই মডেল এক বছর পুরোনো হলেও এটি আপনার কাজে আসতে পারে। আসলে গ্যালাক্সি এস২১ এফই-তে আছে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন বহন করে। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের সুবিধা উপলব্ধ রয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে মিলবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি; আবার এই ফোন ওয়্যারলেস চার্জিং অপশন সাপোর্ট করবে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বহন করবে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে পাওয়া যাবে ৫জি প্রযুক্তি, ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি (NFC)-র মত ফিচার।