Flipkart Sale: অর্ধেক দামে পাওয়া যাচ্ছে iPhone 13 থেকে শুরু করে Pixel 7 ও Galaxy S21 FE

iPhone 13 থেকে শুরু করে Samsung Galaxy S21 FE, Google Pixel 7, Realme GT Neo 3T, এমনকি অভিনব ক্লিয়ার ব্যাক ডিজাইনের সাথে আসা Nothing Phone 1 স্মার্টফোনকেও সীমিত সময়ের জন্য ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নানাবিধ ব্যাঙ্ক কার্ড অফারের সাথে সস্তায় বিক্রি করা হচ্ছে Flipkart -এ

ভারতের মাটিতে 5G পরিষেবা দ্রুত প্রসারিত হচ্ছে। তাই আপনি যদি নিজের জন্য সাশ্রয়ী মূল্যে একটি 5G-এনাবল স্মার্টফোন কেনার ইচ্ছা রাখেন, তবে আপনার এই ইচ্ছাকে বাস্তবায়িত করবে ই-কমার্স সাইট Flipkart। কেননা iPhone 13 থেকে শুরু করে Samsung Galaxy S21 FE, Google Pixel 7, Realme GT Neo 3T, এমনকি অভিনব ক্লিয়ার ব্যাক ডিজাইনের সাথে আসা Nothing Phone 1 স্মার্টফোনকেও সীমিত সময়ের জন্য ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নানাবিধ ব্যাঙ্ক কার্ড অফারের সাথে সস্তায় বিক্রি করা হচ্ছে উক্ত অনলাইন শপিং প্ল্যাটফর্মে। আপনিও যদি উল্লেখিত মডেলগুলির একটি কিনতে ইচ্ছুক থাকেন, তবে আমাদের এই প্রতিবেদন থেকে এদের সাথে পাওয়া ডিলগুলি সম্পর্কে জেনে নিন।

Flipkart -এ অফারের সাথে উপলব্ধ 5G স্মার্টফোনের তালিকা

iPhone 13: ফ্লিপকার্টে আইফোন ১৩ মডেলটিকে বর্তমানে ৬১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকা ছাড় মিলবে। যার পর এটিকে মাত্র ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

Samsung Galaxy S21 FE: স্যামসাংয়ের এস-সিরিজ অধীনস্ত এই প্রিমিয়াম স্মার্টফোনের সাথেও বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এই গ্যালাক্সি এস২১ এফই ফোনকে এখন মাত্র ৩৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন আপনি।

Pixel 7: গুগল পিক্সেল ৭ স্মার্টফোনকে ফ্লিপকার্ট থেকে ৫৬,৯৯৯ টাকায় কেনার সুযোগ পেয়ে যাবেন আপনারা। তবে কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করলে ফোনটিকে মাত্র ৪৯,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে৷

Realme 10 Pro+ 5G: গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়া রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনকে ২৪,৯৯৯ টাকায় নিজের করা যাবে।

Nothing Phone 1: নাথিং আনীত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ফ্লিপকার্টে ২৬,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে অফার শেষ হয়ে গেলেই নাথিং ফোন ১ ফোনটির দাম পুনরায় বেড়ে ৩২৯৯৯ টাকা হয়ে যাবে।