Oppo-র 5G ফোনে বাম্পার অফার, ২১ নভেম্বর পর্যন্ত ১৩ হাজার টাকা ডিসকাউন্ট

বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম একটি যে Oppo, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি এই কোম্পানিটির স্মার্টফোনগুলির প্রতি বিশেষভাবে আসক্ত হন এবং হালফিলে সংস্থাটির কোনো দুর্দান্ত 5G হ্যান্ডসেট বাম্পার ডিসকাউন্টে কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ চলছে Oppo Fantastic Days Sale। এই সেলে অগ্রিম ডিসকাউন্ট সহ আরও নানাবিধ আকর্ষণীয় অফারের সৌজন্যে কোম্পানির অন্যতম সেরা প্রিমিয়াম স্মার্টফোন Oppo Reno 8 5G অত্যন্ত সস্তায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ফলে ইদানীংকালে যারা একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি দুর্দান্ত 5G স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে কেনার প্ল্যান করছেন, তারা অবশ্যই Flipkart-এ সাম্প্রতিককালে চলমান Oppo Fantastic Days Sale-টির ফায়দা ওঠাতে পারেন। আসুন, চলতি সেলে উক্ত স্মার্টফোনটি কিনতে হলে ক্রেতাদের কত টাকা খসাতে হবে, সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Flipkart-এর Oppo Fantastic Days সেলে দুর্দান্ত ছাড়ে কিনে নিন Oppo Reno 8 5G

আপনাদেরকে জানিয়ে রাখি, ওপ্পো রেনো ৮ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৮,৯৯৯ টাকা। তবে চলতি সেলে ২৩% ছাড়ের সুবাদে ক্রেতারা এই ফোনটি ২৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। কিন্তু এখানেই শেষ নয়, এই ফোনটি কেনার ক্ষেত্রে ফ্লিপকার্ট আরও বেশ কয়েকটি আকর্ষণীয় অফার প্রদান করছে, যার সুবাদে ওপ্পোর এই প্রিমিয়াম হ্যান্ডসেটটিকে আরও বেশ খানিকটা কম দামে পকেটস্থ করতে পারবেন ইউজাররা। বলে রাখি, যে-কোনো ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোনটি কিনলে ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তদুপরি, এসবিআই ব্যাংকের কার্ডধারীরা আরও ১,০০০ টাকা ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন। সবমিলিয়ে, এসবিআই-এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মোট ১৩,০০০ টাকা ছাড়ে এই ফোনটিকে নিজের করে নিতে পারবেন ক্রেতারা।

এসবের পাশাপাশি চলতি সেলে ওপ্পো রেনো ৮ ৫জি ফোনের ওপর আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও দিচ্ছে ফ্লিপকার্ট। পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে হালফিলে এই ফোনটি কিনলে ক্রেতারা ২০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। এক্ষেত্রে বলে রাখি, পুরোনো ফোন এক্সচেঞ্জ করে যারা চলতি সময়ে ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কিনবেন, তারাও আলাদা করে ৩,০০০ টাকার বিশেষ ছাড় পাবেন। সবশেষে বলি, আলোচ্য ওপ্পো ফ্যান্টাস্টিক ডেজ সেলটি কিন্তু আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। তাই উক্ত ফোনটিকে অত্যন্ত সস্তায় পকেটস্থ করতে হলে ক্রেতাদের হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন, ফলে একদমই দেরি করা যাবে না কিন্তু!

Oppo Reno 8 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ওপ্পোর এই ফোনটিতে আছে ২৪০০x১০৮০ পিক্সেল রেজোলিউশনসহ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। ৮ জিবি এলপিডিডিআর৪এক্স (LPDDR4X) র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ সহ আসা এই ডিভাইসটিতে ফাস্ট পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ (MediaTek Dimensity 1300) চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, সিকিউরিটির জন্য ফোনটিতে মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসিয়াল রিকগনিশন ফিচার। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। কানেক্টিভিটির জন্য এই ফোনে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি, এনএফসি এবং ইয়ারফোন জ্যাক (টাইপ-সি)-এর মতো অপশন পাওয়া যাবে।

এসবের পাশাপাশি Oppo Reno 8 5G ফোনটির পিছনের দিকে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দেখা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo-র এই স্মার্টফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে।