Flipkart Sale: বছরের শেষ দিনে হাজার টাকারও কমে কিনুন Samsung-এর এই দুর্দান্ত 5G ফোন

আজ বছরের (পড়ুন ২০২২ সালের) অন্তিমদিন! এদিকে, আজই সমাপ্ত হচ্ছে গত ২৪শে ডিসেম্বর থেকে শুরু হওয়া Flipkart-এর বছর শেষের সেলও। হ্যাঁ, গুটি গুটি পায়ে Flipkart Year End Sale-ও একেবারে শেষের মুখে এসে দাঁড়িয়েছে, ঘড়ির কাঁটায় রাত ১২টা না বাজা অবধি এর বাম্পার সব অফারগুলি উপলব্ধ থাকবে। সেক্ষেত্রে আপনার যদি কিছু কেনাকাটা বাকি থাকে, তাহলে এই সেলের বাকি থাকা স্বল্প সময় কাজে লাগিয়ে আপনি অনেকটাই সাশ্রয় করতে পারেন। যেমন নতুন বছর যদি আপনি একটি 5G স্মার্টফোন হাতে নিয়ে শুরু করতে চান, তাহলে এখন Flipkart Year End Sale-এর অফারের দরুন Samsung Galaxy F23 5G হ্যান্ডসেটটি আপনি একটি ফিচার ফোনের দামে কিনতে পারবেন। ভাবছেন কীভাবে? তাহলে আসুন Flipkart Year End Sale-এর অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Flipkart Sale-এ ফিচার ফোনের দামে মিলছে Samsung Galaxy F23 5G স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনটির ৪ জিবি/১২৮ জিবি এবং ৬ জিবি/১২৮ জিবি – দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, যাদের দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা এবং ২৩,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলে এই ফোনের দুটি মডেলই দামের থেকে সস্তায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে গ্যালাক্সি এফ২৩ ৫জির ৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে, যেখানে ৬ জিবি র‌্যামযুক্ত অপশনটি ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর মধ্যে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিংবা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে মিলবে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (৩,০০০ টাকা পর্যন্ত)। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে দামের থেকে ৫ শতাংশ সাশ্রয় করা যেতে পারে।

এখানেই শেষ নয়! ৫জি কানেক্টিভিটিযুক্ত এই স্যামসাং ফোনটির সাথে বেশ বড়সড় এক্সচেঞ্জ অফারও উপলব্ধ – এক্ষেত্রে এই ফোনের ৪ জিবি মডেল কেনার সময় পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ১৪,০০০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যেতে পারে, অন্যদিকে ৬ জিবি অপশনের সাথে থাকবে ১৫,৩০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা। অর্থাৎ মাত্র ৭০০ থেকে ১,০০০ টাকা খরচেই আপনি পকেটে পুরতে পারেন স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোন। নিঃসন্দেহে এটি একটি সেরা ডিল!

Samsung Galaxy F23 5G-এর স্পেসিফিকেশন

এখন প্রশ্ন হচ্ছে যে কেন স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনটি কিনবেন? সেক্ষেত্রে বলি, স্যামসাংয়ের এই ৫জি ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসরের সাহায্যে চালিত হয়, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের বিকল্প রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফিক ফিচার হিসেবে এটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করবে।