অল্প দামে সেরা ফোন লঞ্চের লক্ষ্য Nokia-র, চার নতুন মডেল বাজারে আনার প্রস্তুতি শুরু করল

নোকিয়া (Nokia) বর্তমানে স্মার্টফোন মার্কেটে তাদের প্রভাব বৃদ্ধির এবং বাজেট বিভাগে অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডগুলির সাথে প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে। ফিনল্যান্ড-ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বিশ্ব বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টের আগে Nokia C22 নামে একটি এন্ট্রি-লেভেল ফোন উন্মোচন করেছিল ব্র্যান্ডটি। আর এখন চারটি নতুন নোকিয়া ফোনকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আসুন তাহলে সার্টিফিকেশন তালিকা থেকে এই আপকামিং ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

চারটি আসন্ন Nokia ফোনকে দেখা গেল Bluetooth SIG-এর ডেটাবেসে

চারটি নয়া নোকিয়া স্মার্টফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) কর্তৃক অনুমোদন লাভ করেছে। এই ডিভাইসগুলি TA-1533, TA-1536, TA-1541 এবং TA-1539 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে এবং তালিকায় উল্লেখ করা হয়েছে যে এগুলি সবকটিই ব্লুটুথ ৪.২ এবং ওয়াই-ফাই সাপোর্ট সহ ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সংযোগ সাপোর্ট করবে। যদিও, ডিভাইসগুলি সম্পর্কে খুব বেশি তথ্য এখনও পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে যে চারটি মডেলই আসলে একটাই ফোন, যার রিজিওন অনুযায়ী ভিন্ন ভিন্ন মডেল নম্বর রয়েছে।

সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, TA-1533 মডেল নম্বরটি নোকিয়া সি২২ স্মার্টফোনের সাথে সম্পর্কিত, যেটি সম্প্রতি বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টের আগে লঞ্চ করা হয়েছিল। ব্লুটুথ এসআইজি-এর সার্টিফিকেশনটি ইঙ্গিত দেয় যে, স্মার্টফোনটি শীঘ্রই বিশ্বের আরও বাজারে লঞ্চ হতে পারে।

Nokia C22 এখন সংস্থার লেটেস্ট স্মার্টফোন, যা পকেটসই দামে গত ২৫ ফেব্রুয়ারি ইউরোপে লঞ্চ হয়৷ এতে ৭২০ x ১,৬০০ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের ইউনিসক এসসি৯৮৬৩এ (২৮ ন্যানোমিটার) চিপসেট দ্বারা চালিত, যার সাথে ২ জিবি/ ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে রান করে৷

ফটোগ্রাফির জন্য, Nokia C22-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সমন্বিত ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফির জিবি, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷ আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Nokia C22-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ইউরোপের বাজারে স্যান্ড এবং মিডনাইট ব্ল্যাক-এই দুই কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ।

পরিশেষে জানাই, নোকিয়া দাবি করেছে যে, সাশ্রয়ী মূল্যের Nokia C22 তার ব্যবহারকারীদের তিন দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম হবে এবং তার জন্য এতে একটি এআই (AI)-চালিত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও বর্তমান। ইউরোপের বাজারে ফোনটির দাম রাখা হয়েছে ১০৯ ইউরো (প্রায় ৯,৫০০ টাকা)। তবে ভারত সহ অন্যান্য স্মার্টফোন মার্কেটে এটি এখনও লঞ্চ করা হয়নি।