Garmin Instinct 2 সিরিজের স্মার্টওয়াচ ‘আনলিমিটেড’ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল, রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড মজবুতি

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Garmin সংস্থার নতুন স্মার্টওয়াচ সিরিজ, যার নাম Garmin Instinct 2। এই সিরিজের কয়েকটি মডেলের ঘড়িগুলি সোলার পাওয়ারে চালিত এবং সেগুলি অন্তহীন…

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Garmin সংস্থার নতুন স্মার্টওয়াচ সিরিজ, যার নাম Garmin Instinct 2। এই সিরিজের কয়েকটি মডেলের ঘড়িগুলি সোলার পাওয়ারে চালিত এবং সেগুলি অন্তহীন ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। অ্যাডভেঞ্চারপ্রেমী বিশেষ করে মাউন্টেন ক্লাইম্বিং যারা পছন্দ করেন তাদের লক্ষ্য করেই এটি তৈরি করা হয়েছে। নতুন এই সিরিজের স্মার্টওয়াচগুলি ৪৫ এমএম এবং ৪০ এমএম এই দুটি সাইজেই উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক Garmin Instinct 2 সিরিজের স্মার্টওয়াচগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Garmin Instinct 2 সিরিজের স্মার্টওয়াচগুলির দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নন সোলার মডেলের রেগুলার গার্মিন ইনস্টিনক্ট ২ সিরিজের ঘড়িগুলির দাম ধার্য করা হয়েছে ৩৩,৯৯০ টাকা। অন্যদিকে সোলার মডেলের দাম রাখা হয়েছে ৪৩,৯৯০ টাকা। উভয় মডেলই গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ। পাশাপাশি এই সিরিজের ইনস্টিনক্ট ২, ইনস্টিনক্ট ২ ক্যাম এডিশন , ইনস্টিনক্ট ২ সোলার এবং ইনস্টিনক্ট ২ সোলার ট্যাকটিক্যাল এডিশনের দাম রাখা হয়েছে যথাক্রমে ৩৬,৯৯০ টাকা, ৪১,৪৯০ টাকা, ৪৬,৯৯০ টাকা এবং ৫১,৯৯০ টাকা। আগামী ১৪ মার্চ থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ঘড়িগুলি।

Garmin Instinct 2 সিরিজের স্মার্টওয়াচগুলির স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে এই গার্মিন ইনস্টিনক্ট ২ সিরিজের স্মার্টওয়াচগুলি দুটি সাইজের মডেলে এসেছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি ৪৫ এমএম এবং ছোট কব্জির জন্য রয়েছে ৪০ এমএম পরিধিযুক্ত ডায়াল। তবে উভয় সাইজের ঘড়িই নন সোলার এবং সোলার দুটি ভ্যারিয়েন্টই পাওয়া যাবে। শুধু তাই নয়, নির্দিষ্ট বিনোদনমূলক ক্রিয়া-কলাপ এমনকি গুরুতর পেশায় যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য সাব মডেলও রয়েছে। ব্যবহারকারীরা গার্মিন কানেক্ট আইকিউ স্টোর থেকে অ্যাপ্লিকেশন, ওয়াচফেস এবং আরো অন্যান্য কিছু ডাউনলোড করতে পারবেন।

তদুপরি, নতুন স্মার্টওয়াচগুলি ১০০ মিটার গভীরতা পর্যন্ত জল প্রতিরোধী এবং উষ্ণতা এবং স্ট্রেস প্রতিরোধের জন্য মিলিটারি স্ট্যান্ডার্ড ৮১০ সার্টিফিকেট প্রাপ্ত। সংস্থাটি দাবি করেছে, এই সিরিজের নন সোলার মডেলের ঘড়িগুলি একবার চার্জে চার সপ্তাহ পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। অন্যদিকে সোলার পাওয়ারে চালিত মডেলের ঘড়িগুলিতে রয়েছে অন্তহীন ব্যাটারি লাইফ প্রদান করার ক্ষমতা।

অন্যদিকে, ব্যবহারকারীর ফিটনেস গাইড হিসেবে স্মার্টওয়াচগুলিতে থাকছে একাধিক স্পোর্টস অ্যাপ এবং অ্যাক্টিভিটি। এমনকি সোলার মডেলের ঘড়িগুলি থেকে ব্যবহারকারী গারমিন পে ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। নয়া এই সিরিজের ঘড়িগুলির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ওয়ার্কআউট ,স্ট্রেস ট্রাকিং, স্লিপ স্কোর, অ্যাডভান্স লিভ, বডি ব্যাটারি এনার্জি মনিটরিং, পালস অক্সিমিটার, এবপং মহিলাদের জন্য মেনস্ট্রুয়াল সাইকেল এবং প্রেগনেন্সি ট্র্যাকার।