Garmin Instinct 2: আনলিমিটেড ব্যাটারির সাথে এল এই স্মার্টওয়াচ, সূর্যের আলোতে হবে চার্জ

ইউএসএ বেস ইলেকট্রনিক্স কোম্পানি Garmin তাদের মাল্টি-স্পোর্টস স্মার্টওয়াচ সিরিজে যুক্ত করল নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Garmin Instict 2 Solar। এটি চিরাচরিত চার্জ ছাড়াই আনলিমিটেড…

ইউএসএ বেস ইলেকট্রনিক্স কোম্পানি Garmin তাদের মাল্টি-স্পোর্টস স্মার্টওয়াচ সিরিজে যুক্ত করল নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Garmin Instict 2 Solar। এটি চিরাচরিত চার্জ ছাড়াই আনলিমিটেড ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। এর জন্য এতে ব্যবহার করা হয়েছে উন্নততর সৌর প্রযুক্তি। প্রসঙ্গত উল্লেখ্য, স্মার্টওয়াচের সোলার প্রযুক্তিতে চার্জ দেওয়ার জন্য সংস্থাটি প্রচুর গবেষণা করেছে। তারই ফলস্বরূপ বাজারে আসল নতুন এই স্মার্টওয়াচ।

তবে সর্বপ্রথম এই সোলার চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল গার্মিন ফেনিক্স ৬ সিরিজের ঘড়িগুলিতে। এরপর ধীরে ধীরে সংস্থার অন্যান্য স্মার্টওয়াচে এই টেকনোলজি ব্যবহৃত হয়। তবে এখন ইনস্টিক্ট ২ সোলার স্মার্টওয়াচে সীমাহীন ব্যাটারি লাইফের জন্য যে সোলার চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তাকে সত্যিই একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা যায়।

আগেই বলা আছে , এটি মাল্টি-স্পোর্টস সিরিজের অন্তর্ভুক্ত। তাই স্বাভাবিকভাবেই এটি শক্তপোক্ত ডিজাইনের সাথে এসেছে। সাথে উন্নততর সোলার টেকনোলজি থাকায় এটি আনলিমিটেড ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এখানে জানিয়ে রাখি, গার্মিন ইনস্টিক্ট ২ সোলার স্মার্টওয়াচটি একটি মিড রেঞ্জের ওয়্যারেবল, তাই এতে আনলিমিটেড ব্যাটারি লাইফ অফার করার বিষয়টি সংস্থার একটি সাহসী পদক্ষেপ। তবে সংস্থার দাবি, কয়েকটি বিশেষ পরিস্থিতিতে আনলিমিটেড ব্যাটারি ফিচারটি কাজ করবে।

৪৫ এমএম মডেলটি যখন স্মার্টওয়াচ মোডে থাকবে তখনই এই আনলিমিটেড ব্যাটারি ফিচার কার্যকর হবে। অর্থাৎ এই আনলিমিটেড ব্যাটারি ফিচার শুধুমাত্র মনিটরিং এবং নোটিফিকেশন জানান দেওয়ার কাজে ব্যবহৃত হতে পারে। তবে স্মার্টওয়াচের মাধ্যমে কোনো ট্র্যাকিং অ্যাক্টিভিটি করার সময় এই ফিচারটি কাজ করবে না। কিন্তু সে ক্ষেত্রে নতুন এই ফিচারের সুবিধা পাওয়ার জন্য ঘড়িটিকে সরাসরি সূর্যের আলোয় রাখতে হবে।
যদিও আনলিমিটেড ব্যাটারি লাইফ ফিচারটি Garmin Instict 2 Solar স্মার্টওয়াচটির ক্ষেত্রে একটি অতিরিক্ত বৈশিষ্ট্য। তবে এর ব্যাটারি স্বাভাবিকভাবেই ২৮ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখতে সক্ষম। যাই হোক না কেন, স্মার্টওয়াচের ক্ষেত্রে সীমাহীন সৌর প্রযুক্তির ব্যবহার একটি অভিনব বৈশিষ্ট্য তা বলাই যায়।