লঞ্চ হতে না হতেই সস্তা iPhone 14 সিরিজ, এই সাইট দিচ্ছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক

মাত্র এক সপ্তাহ আগেই বাজারে পা রেখেছে লেটেস্ট iPhone 14 সিরিজ। আর গত সপ্তাহ থেকেই Apple iPhone 14 (অ্যাপল আইফোন ১৪), iPhone 14 Plus (আইফোন ১৪ প্লাস), iPhone 14 Pro (আইফোন ১৪ প্রো) এবং iPhone 14 Pro Max (আইফোন ১৪ প্রো ম্যাক্স) – চারটি স্মার্টফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। তবে বরাবরের মত উচ্চ মূল্যের ট্যাগসহ এই নতুন আইফোনগুলি লঞ্চ হলেও, যারা এগুলি কেনার পরিকল্পনা করছেন তাদের স্বপ্নপূরণ হতে পারে সস্তাতেই। আসলে এখন Amazon (অ্যামাজন), Flipkart (ফ্লিপকার্ট) এবং Croma (ক্রোমা)-র মত ই-কমার্স সাইট এই আনকোরা ফোনগুলিতেও দুর্দান্ত অফার দিচ্ছে। ফলত অন্যান্য আইফোন মডেলের মত নতুন iPhone 14 সিরিজ কিনলেও এখন ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার, ইএমআই অপশন ইত্যাদির ফায়দা তোলা যাবে।

iPhone 14 কেনার ক্ষেত্রে এই অফার দিচ্ছে Amazon

ভারতে আইফোন ১৪-র প্রারম্ভিক মূল্য ৭৯,৯০০ টাকা, এটি ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম। তবে যারা অ্যামাজন থেকে ফোনটি কেনার সময় এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, তারা ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়াও মিলবে ১৬,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৩,৮১৭ টাকার ইএমআই অপশন।

Croma ও Flipkart-এর অফার

বলে রাখি, আইফোন ১৪ মডেলে অ্যামাজনের মতই অফার দিচ্ছে ক্রোমা, ফ্লিপকার্ট এবং রিলায়েন্স ডিজিটাল। এক্ষেত্রে ফ্লিপকার্ট, অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে, একইসাথে এই প্ল্যাটফর্মে নতুন আইফোনের ওপর রয়েছে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

Big Billion Days সেলে সবচেয়ে কম দামে মিলবে iPhone

ইতিমধ্যেই ফ্লিপকার্ট ঘোষণা করেছে যে iPhone 13, iPhone 12 mini এবং iPhone 11 মডেল – আসন্ন ‘বিগ বিলিয়ন ডেজ’ (Big Billion Days) সেলে সবচেয়ে কম দামে পাওয়া যাবে। এক্ষেত্রে ৪৯,৯৯০ টাকা বা তার কম দামে Apple iPhone 13 কেনার সুযোগ থাকবে। একই সময়ে, iPhone 13 Pro ও iPhone 13 Pro Max মডেলদুটি যথাক্রমে ৮৯,৯৯০ টাকা (বা তার কম ) এবং ৯৯,৯৯০ টাকায় মিলবে।