Hero ব্র্যান্ডের অধীনে আসছে Gogoro-র Viva ইলেকট্রিক স্কুটার? জল্পনা বাড়ালো পেটেন্ট

বর্তমানে পেট্রোল চালিত টু-হুইলারের মতো ভবিষ্যতে ইলেকট্রিক স্কুটার-মোটরসাইকেল বাজারে শীর্ষস্থান বজায় রাখতে Hero MotoCorp এখন থেকেই অঙ্ক কষা শুরু করে দিয়েছে। নিজের লক্ষ্য পূরণে Hero যেমন তাইওয়ানের ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড Gogoro-র সাথে জোঁট বেধেছে। তেমনি নিজের এগজিস্টিং স্কুটারের ইলেকট্রিক ভার্সনের ওপরেও পরীক্ষানিরীক্ষা করার কাজও সমান তালে সামলাচ্ছে। ব্যাটারি সোয়াপিং ফেসিলিটির ক্ষেত্রে Gogoro বিশ্বের অগ্রগণ্য একটি নাম। দু’সংস্থার মধ্যে পার্টনারশিপের ফসল হিসেবে Hero যেমন ভারতে ব্যাটারি সোয়াপিং স্টেশন মেইনস্ট্রিম করে তোলার কাজ করবে। পাশাপাশি হিরো মটোকর্প ব্র্যান্ডেড আপকামিং ইলেকট্রিক টু-হুইলারগুলিতে গোগোরো-র অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়সাধন হবে। এছাড়াও গুঞ্জন ছড়িয়েছে, Gogoro-এর পোর্টফোলিওতে থাকা কয়েকটি স্কুটার রিব্র্যান্ডেড হয়ে ভারতে লঞ্চ হতে পারে।

তবে জল্পনায় নতুন মাত্রা যোগ করে Gogoro ভারতে তার Viva ইলেকট্রিক স্কুটারের পেটেন্ট দায়ের করেছে। ডিজাইন এবং নাম দু’টি বিষয়ই ট্রেডমার্ক করার জন্য Gogoro আবেদন করেছে বলে জানা গিয়েছে। Gogoro Viva ইলেকট্রিক স্কুটার ভারতে হিরোর ডেডিকেটেড ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ডের অধীনে লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দেশজুড়ে Hero-র শক্তিশালী ডিলার নেটওয়ার্কের মাধ্যমে এর মার্কেটিং করা হবে বলেই ইন্ডাস্ট্রির একাংশের অভিমত।

ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনটি বেশ কয়েকমাস আগেই দায়ের করা হয়েছিল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, গোগোরো-র সাথে হিরো দীর্ঘদিন ধরেই পার্টনারশিপ নিয়ে আলোচনারত ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, পারিবারিক চুক্তি অনুযায়ী ইলেকট্রিক টু-হুইলার আনার জন্য হিরো মটোকোর্পকে আলাবা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হবে। যাতে হিরো ইলেকট্রিকের সাথে কোনোভাবেই নামের সাদৃশ্য না থাকে৷ প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের আগেই হিরো মটোকোর্প তার ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ডের নাম সামনে আনবে বলে আশা করা যায়।

এবার গোগোরো ভিভা ইলেকট্রিক স্কুটারটির প্রসঙ্গে আসা যাক৷ ছোট ও হালকা হলেও এটি বেশ আকর্ষণীয় ডিজাইনের। ই-স্কুটারটি বিদেশে বেসিক এবং কীলেস ভ্যারিয়েন্টে উপলব্ধ। এতে ৩ কিলোওয়াট পাওয়ার এবং ১১৫ এনএম টর্ক পাওয়া যায়। ব্যাটারি প্যাক ও মোটর মিলিয়ে ভিভার ওজন মাত্র ৮০ কেজি। ভিভা ফুল চার্জে ৮৫ কিমি পথ চলতে পারবে। এটি লো স্পিড ক্যাটেগরিতে এসেছে। ফলে এর সর্বোচ্চ স্পিড ৩০ কিমি/ঘন্টা।

গোগোরো ভিভা স্কুটারের বিশেষ ফিচারের কথা বললে, এতে সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম (সিবিএস), স্মার্ট সেন্সর, ফুল-এলইডি লাইটিং, আইকিউ সিস্টেম স্মার্ট কিবোর্ড, ইউএসবি চার্জিং পোর্ট, ব্যাকলিট এবং এলসিডি নেগেটিভ ডিসপ্লে সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। আগামী বছরে অরিজিনাল মডেলের অনুরূপে গোগোরো ভিভার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন ও ফিচার সহ লঞ্চ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন