সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যারে জোর, এবার কি তবে সস্তায় Google Pixel ফোন বাজারে আসবে

গ্লোবাল টেকনোলজি কোম্পানি অ্যালফাবেট (Alphabet) পরশুদিন তাদের ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে এবং সেই সময়ে, কোম্পানির সিইও (CEO) সুন্দর পিচাই বলেছিলেন যে, Pixel সিরিজের স্মার্টফোনগুলির জন্য ওটিএ (OTA) আপডেট প্রক্রিয়া এখন আরও গতি লাভ করেছে। প্রকৃতপক্ষে, অ্যালফাবেটের অধীনে থাকা সর্ববৃহৎ কোম্পানি গুগল (Google)-এর ম্যানেজমেন্ট জানিয়েছিল যে, কোম্পানিটি হার্ডওয়্যার অংশকে উন্নত করার এবং Pixel লাইনে আরও মনোনিবেশ করার পরিকল্পনা করেছে। অতএব, গত কয়েক মাস ধরে সুন্দর পিচাইয়ের নীতিবাক্য হল “More Pixels”। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

২০২২ সালে লঞ্চ হওয়া Pixel ফোনগুলি হল Google-এর এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় মোবাইল ডিভাইস

প্রথমেই জানাই, সার্চ ইঞ্জিন সংস্থাটি তাদের ফলাফল ঘোষণার সময়, ৭৬ বিলিয়ন ডলার মূল্যের প্রোডাক্ট বিক্রয়ের কথা জানিয়েছে। এটি ২০২১ সালের একই ত্রৈমাসিকের তুলনায় ১% বৃদ্ধি পেয়েছে (৭৫,৩ বিলিয়ন)। সঙ্গে অপারেটিং আয় হয়েছে ১৮.১৬ বিলিয়ন এবং ১৩.৬২ বিলিয়ন মোট আয় (২০২১ সালের ২০,৬৪ বিলিয়ন ডলারের থেকে বেশি)। উদাহরণস্বরূপ, অ্যাফাবেট এক কোয়ার্টার পূর্বে ৬৯.১ বিলিয়ন ডলার আয় এবং ১৩.৯১ বিলিয়ন ডলার মোট মুনাফা রিপোর্ট করেছিল। এক কথায়, আগের বছরের সাথে তুলনা করলে, বিক্রিতে সামান্য লাভ ছিল এবং মোট আয়ের উল্লেখযোগ্য পতন হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকের জন্য মোট প্লে স্টোর বিক্রয় এবং ইউটিউব-এর বিজ্ঞাপন বহির্ভূত আয় (অর্থাৎ সাবস্ক্রিপশন) ছিল ৮.৭৯ বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ের আয় ৮.১৬ বিলিয়ন ডলার ছিল। অ্যালফাবেট হার্ডওয়্যার এবং প্লে স্টোর বিক্রয়ের মধ্যে পার্থক্য করে না, কিন্তু সুন্দর পিচাই দাবি করেছেন যে, পিক্সেল ফোনের বিক্রয় বর্তমানে উল্লেখযোগ্য গতি অর্জন করছে। আসলে, Pixel 6a, Pixel 7 এবং Pixel 7 Pro এখনও পর্যন্ত পিক্সেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রজন্ম। আবার, যে দেশে এগুলি লঞ্চ হয়েছে সেখানে তাদের মার্কেট শেয়ার বাড়িয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গুগল বর্তমানে যেসব দেশে Pixel ফোনগুলি উপলব্ধ রয়েছে তার সংখ্যা বাড়িয়ে ১৭ করেছে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেনে এই বছরের লঞ্চ সহ। পিচাই স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা পিক্সেল স্মার্টফোনের ওপর বেশি জোর দেবে। অন্যদিকে, Pixel Watch নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে পিচাই বিস্তারিতভাবে কিছু জানাননি। শুধু বলেছেন যে, এই ওয়াচ সিরিজটি তাদের ইকোসিস্টেমের সাথে ফিটবিট (Fitbit)-এর একীকরণের পাশাপাশি ওয়্যার ওএস (Wear OS)-এর জন্য স্যামসাং (Samsung)-এর সাথে তাদের পার্টনারশিপের অংশ।

এছাড়াও, আরও একটি বিষয় রয়েছে যা নিয়ে সম্প্রতি বেশ শোরগোল ফেলেছেন সুন্দর পিচাই। আর এই বিষয়টি তিনি এই বিশেষ অনুষ্ঠানে আরও একবার তুলে ধরেছেন। এটা সত্য যে, গুগল নিজস্ব মালিকানাধীন সফ্টওয়্যারের পাশাপাশি তাদের হার্ডওয়্যারে আরও বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। সুন্দর পিচাই দাবি করেন যে, এটিই পিক্সেলকে প্রতিযোগিতা থেকে আলাদা করে। এক্সক্লুসিভ বৈশিষ্ট্যের উদাহরণ হিসাবে, তিনি ম্যাজিক ইরেজার এবং ফটো আনব্লার-এর উল্লেখ করেছেন। যেগুলি সম্ভবত কোম্পানির প্রোডাক্টগুলিতেই শুধুমাত্র পাওয়া যাবে। সামগ্রিকভাবে, পিচাইয়ের মতে, কম্পিউটেশনাল পোর্টফোলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা গুগলকে বিনিয়োগ এবং অগ্রিম উদ্ভাবন করতে সক্ষম করে।

তবে, পিচাই প্রায়শই একটি তৃতীয় মানদণ্ডের ওপর জোর দেন, যা হল ব্যয় নিয়ন্ত্রণ। তিনি কখনও কঠিন সিদ্ধান্ত নেওয়া বা কর্মচারীদের বরখাস্ত করা থেকে দূরে সরে যাননি। আর গত বছরে, তিনি আরও ভাল ব্যবসায়িক অর্থনীতি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে, তারা সাধারণত হার্ডওয়্যারের অর্থনীতি এবং ব্যয় কাঠামোকে উন্নত করার লক্ষ্যে রয়েছেন। এটুকু স্পষ্ট, আগামী দিনে আরও সাধ্যের মধ্যে পিক্সেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে গুগল।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

52 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

53 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago