১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন আনল Huawei, রয়েছে ৫০০০ mAh ব্যাটারি

জনপ্রিয় টেক ব্র্যান্ড হুয়াওয়ে তাদের Nova সিরিজের অধীনে Huawei Nova 10 এবং Nova 10 Pro হ্যান্ডসেট দুটি গত জুলাই মাসে চীনা বাজারে লঞ্চ করেছিল। চলতি মাসের শুরুতে ডিভাইসগুলি আন্তর্জাতিক বাজারেও পা রাখে। আর এবার Nova 10 সিরিজের তৃতীয় ডিভাইস হিসেবে Huawei Nova 10 SE হ্যান্ডসেটটি দক্ষিণ আফ্রিকার বাজারে আত্মপ্রকাশ করেছে। এই ৪জি কানেক্টিভিটি যুক্ত স্মার্টফোনটি ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 680 চিপসেট, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন Nova 10 SE-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দামের বিবরণগুলি দেখে নেওয়া যাক।

হুয়াওয়ে নোভা ১০ এসই-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Huawei Nova 10 SE Specifications and Features

হুয়াওয়ে নোভা ১০ এসই-তে ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে। এটি একটি ফ্ল্যাট স্ক্রিন যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। হুয়াওয়ে নোভা ১০ এসই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইএমইউআই ১২ (EMUI 12) কাস্টম স্কিনে চলে৷ অন্যান্য হুয়াওয়ে ডিভাইসের মতো, এটিও গুগল অ্যাপ এবং সার্ভিসগুলি সাপোর্ট করে না।

ফটোগ্রাফির জন্য, Huawei Nova 10 SE-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nova 10 SE ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Huawei Nova 10 SE ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি (শুধুমাত্র ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে) এবং ইউএসবি-সি-র মতো সাধারণ কানেক্টিভিটি অপশনগুলি অফার করে। হ্যান্ডসেটটির পুরুত্ব ৭.৩৯ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৪ গ্রাম।

উল্লেখ্য, ডিভাইসটি তিনটি মেমরি কনফিগারেশনে দক্ষিণ আফ্রিকার বাজারে উপলব্ধ। এগুলি হল ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। তবে, হুয়াওয়ে এখনও ডিভাইসটির দাম এবং উপলব্ধতা নিশ্চিত করেনি।