বাজারে আসার পর এত সস্তায় প্রথমবার! Google Pixel 7 ও 7 Pro-র দাম বিপুল কমল

গুগল (Google)-এর Pixel লাইনআপের স্মার্টফোনগুলি সারা বিশ্বে অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের তুলনায় তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে হাই-এন্ড ফিচার এবং পারফরম্যান্স প্রদানের জন্য বিশেষভাবে পরিচিত। শক্তিশালী চিপসেট, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং নিজস্ব সফ্টওয়্যার সহ পিক্সেল ফোনগুলি প্রযুক্তি-প্রেমী হোক বা দৈনন্দিন ব্যবহারকারী- সকলের কাছেই সমানভাবে জনপ্রিয়। যদিও এই হ্যান্ডসেটগুলি বাজেট রেঞ্জের স্মার্টফোন নয়, তবে Pixel-এর প্রিমিয়াম হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ফিচারগুলির সংমিশ্রণ এগুলিকে যথেষ্ট যুক্তিসঙ্গত মূল্যে ফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইসের পর্যায়ে উন্নীত করেছে। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমান প্রজন্মের Google Pixel 7 সিরিজের দাম আগের থেকে আরও কমানো হয়েছে এবং এই মুহূর্তে আমেরিকায় এই লাইনআপটি সবচেয়ে সস্তায় উপলব্ধ। আসুন কত দাম কমলো Pixel 7 সিরিজের, জেনে নেওয়া যাক।

Google Pixel 7 এবং 7 Pro মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বকালের কম দামে পাওয়া যাচ্ছে

মার্কিন ইলেকট্রনিক্স রিটেইলার বেস্ট বাই-এ ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৪৭০ টাকা) মূল্যের স্ট্যান্ডার্ড গুগল পিক্সেল ৭ হ্যান্ডসেটটি বর্তমানে ৩৪৯ ডলার (প্রায় ২৮,৮১০ টাকা)-এ পাওয়া যাচ্ছে। সুতরাং, ফোনটির আসল দামের ওপর ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ২০,৬৩৫ টাকা) ছাড় দেওয়া হচ্ছে, যা এটিকে এখনও পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের করে তুলেছে। তবে, বেস্ট বাই-এর এই ডিলটি পেতে ফোনটি অবিলম্বে সক্রিয় করতে হবে। যদিও, আরেক জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) ৪৯৯ ডলার (প্রায় ৪১,২০০ টাকা)-এ একই ডিভাইস অফার করছে, তবে এতে অ্যাক্টিভেশন বা সক্রিয়করণের কোনও প্রয়োজন নেই। এদিকে, বেস্ট বাই-এর অফারের অংশ হিসাবে পিক্সেল ৭ প্রো এখন ৮৯৯ ডলার (প্রায় ৭৪,২৫০ টাকা)-এর সাধারণ মূল্যের পরিবর্তে ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৪৭০ টাকা)-এ উপলব্ধ, যা ৩০০ ডলার (প্রায় ২৪,৭৮০ টাকা)-এর বিশাল ছাড় পেয়েছে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে পিক্সেল ৭ সিরিজের এই মূল্য হ্রাস অন্যান্য মার্কেটেও প্রতিফলিত হতে পারে। আশা করা হচ্ছে, ভারতেও দাম কমবে। বর্তমানে এদেশে অ্যামাজন (Amazon India)-এর সাইটে স্ট্যান্ডার্ড পিক্সেল ৭ মডেলটি ৫৫,০০০ টাকায় উপলব্ধ। আর প্রো মডেলটির দাম ৭৬,৫০০ টাকা।

জানিয়ে রাখি, Google Pixel 7 হল উচ্চতর Pixel 7 Pro-এর থেকে একটি ছোট এবং সস্তা ফোন, যার মধ্যে রয়েছে ৬.৩ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, গুগল টেনসর জি২ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৩৫৫ এমএএইচ ব্যাটারি। এর ব্যাটারিটি সাধারণ ব্যবহারে ৩১ ঘন্টা পর্যন্ত এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোডের সাথে ৭২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

অন্যদিকে, Google Pixel 7 Pro হল ফ্ল্যাগশিপ মডেল, যা ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ ৬.৭১ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন অফার করে। এটিতে একটি স্বতন্ত্র ডিজাইন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং বর্ধিত সফ্টওয়্যার সাপোর্ট রয়েছে। আল্ট্রা-ওয়াইড সেন্সরে ম্যাক্রো শটের জন্য অটোফোকাস সহ Pixel 7 Pro-এ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড (প্রধান) সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর সমন্বিত ক্যামেরা মডিউল উপস্থিত রয়েছে৷ এই ফোনটির ব্যাটারির ক্ষমতা ৫,০০০ এমএএইচ।