সদ্য লঞ্চ হওয়া দূর্দান্ত ক্যামেরা Google Pixel 7 কিনুন ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ে

আপনি যদি একটি নতুন প্রিমিয়াম-রেঞ্জের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর! জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডিংয়ের ফ্ল্যাগশিপ ফোনের উপর আকর্ষণীয় ডিল অফার করছে। এক্ষেত্রে, টেক জায়ান্ট Google এর লেটেস্ট Pixel 7 মডেলটির সাথে পাওয়া অফার যথেষ্ট নজরকাড়া। কেননা এই ফোনের দাম ৫৯,৯৯৯ টাকা হলেও, বর্তমানে এটিকে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার সহ ৩৫,০০০ টাকারও কমে Flipkart থেকে কেনা যাবে। আজ্ঞে হ্যাঁ! ই-কমার্স সাইটটি এই দুর্দান্ত ক্যামেরার ফোনটি অবিশ্বাস্য দামে বিক্রি করছে।

Flipkart থেকে বাম্পার অফারে কিনুন Google Pixel 7

ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৭ স্মার্টফোনকে ৫৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে যেসকল ক্রেতারা চেকআউটের সময়ে HDFC ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ফ্লাট ৭,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। যারপর মডেলটির দাম কমে হয়ে যাবে ৫২,৯৯৯ টাকা।

আবার, পুরোনো মোবাইলকে আপগ্রেড করে এই লেটেস্ট পিক্সেল স্মার্টফোনটি কিনলে ১৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। আর এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আলোচ্য হ্যান্ডসেটকে নূন্যতম ৩৪,৯৯৯ টাকার বিনিময়ে পকেটস্থ করতে পারবেন আপনি। এক্ষেত্রে, আপনার ব্যবহৃত পুরানো মডেলটি যদি iPhone 12 বা একটি হাই-এন্ড অ্যান্ড্রয়েড ফোন হয়, তবে অধিক পরিমান এক্সচেঞ্জ বোনাস মিলবে। তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ আপনার ব্যবহৃত ফোনের মডেল এবং বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে।

Google Pixel 7 -এর স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৭ স্মার্টফোনে একটি ৬.৩২ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪০০ নিট পিক ব্রাইটনেস এবং HDR টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এটি সংস্থার নিজস্ব টেনসর জি২ চিপসেট সহ এসেছে। ফোনটি স্টক অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। আর স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি UFS 3.1 রম বিদ্যমান। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ফটোগ্রাফির জন্য, Google Pixel 7 ফোনের রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করছে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০.৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আলোচ্য লাইনআপে নতুন ‘সিনেম্যাটিক ব্লার’ ফিচারটি অন্তর্ভুক্ত করেছে গুগল।

কানেক্টিভিটির জন্য হ্যান্ডসেটে – ৪জি এলটিই, ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং জিপিএস অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 7 ফোনে ৪,৩৫৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং কিউআই (Qi) সার্টিফায়েড ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। গুগলের দাবি অনুসারে, উক্ত মডেলটি একটা গোটা দিন ব্যাটারি লাইফ প্রদানে সমর্থ। আবার ব্যবহারকারীরা যদি এক্সট্রিম ব্যাটারি সেভার অপশন এনাবল করেন, তাহলে ৭২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পেতে সক্ষম হবেন। যদিও, এর রিটেইল বক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্যযোগ্যভাবে, এই পিক্সেল ফোনের ম্যাট এনক্লোজারটি ১০০% রিসাইকেল করা অ্যালুমিনিয়াম দিয়ে নির্মিত এবং এটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত।