সেরা ক্যামেরা সহ লোভনীয় ব্যাঙ্ক অফার, Google Pixel 7 মুহুর্তেই ‘আউট অফ স্টক’

বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল সম্প্রতি Google Pixel 7 সিরিজটি ভারত সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছে। নতুন পিক্সেল ফোনগুলির বিক্রি আনুষ্ঠানিকভাবে ভারতে আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে। গুগল নিশ্চিত করেছে যে, Pixel 7 সিরিজটি ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। ভারতে বিক্রির আগে এখন এই সিরিজে অন্তর্ভুক্ত Pixel 7 এবং Pixel 7 Pro মডেল দুটি প্রি-অর্ডার করা যাবে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে চলছে Google Pixel 7 সিরিজের প্রি-অর্ডার প্রক্রিয়া

গুগলের তরফে জানানো হয়েছে যে, যে সমস্ত গ্রাহকরা নতুন পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি প্রি-অর্ডার করবেন তারা ৪,৯৯৯ টাকায় ফিটবিট ইন্সপায়ার ২ ফিটনেস ট্র্যাকার বা ৫,৯৯৯ টাকায় পিক্সেল বাড এ-সিরিজের ইয়ারবাডগুলি পেতে পারেন। যদিও প্রি-অর্ডার অফারগুলি লোভনীয় নয়, তবে মূল্য অবশ্যই ভারতীয় বাজারের জন্য উপযুক্ত বলেই মনে করা হচ্ছে। পিক্সেল ৭-এর ভারতীয় মূল্য বেশ প্রতিযোগিতামূলক। বিভিন্ন ব্যাঙ্কের অফার সহ, গ্রাহকরা গুগল ফ্ল্যাগশিপ ফোনটি ৫০,০০০ টাকারও কমে কিনতে পারবেন। তবে, এর মধ্যেই ফ্লিপকার্ট (Flipkart)-এ পিক্সেল ৭-এর স্টক শেষ হয়ে গেছে।

তাই, ই-কমার্স ওয়েবসাইটটি বর্তমানে গুগল পিক্সেল ৭ কে “আউট অফ স্টক” হিসাবে তালিকাভুক্ত করেছে এবং যারা ভারতে কেনার জন্য উপলব্ধ হলে পিক্সেল ৭-কে প্রি-অর্ডার করতে বা কিনতে চান তাদের জন্য তালিকায় একটি “নোটিফাই মি” বাটন যোগ করা হয়েছে।

ভারতে গুগল পিক্সেল ৭-এর দাম – Google Pixel 7 Price in India

ভারতের বাজারে স্ট্যান্ডার্ড Google Pixel 7 ফোনটি ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ একটি একক স্টোরেজ অপশনে এসেছে। কার্ড অফার যোগ করলে, গ্রাহকরা Pixel 7 পাবেন মাত্র ৪৯,৯৯৯ টাকায়। সেই প্রাইস ট্যাগের সাথে এই ডিভাইসটিকে অবশ্যই একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ অফার হিসাবে বলে গণ্য করা যায়। ফোনটি ভারতে iPhone 13, iQOO 9T 5G, OnePlus 10T 5G, Vivo X80 5G-এর মতো একগুচ্ছ প্রিমিয়াম স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করে।

গুগল পিক্সেল ৭-এর স্পেসিফিকেশন – Google Pixel 7 Specifications

Google Pixel 7-এ ৬.৩ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি গুগলের নতুন টেনসর জি২ প্রসেসর দ্বারা চালিত, যা মূল টেনসর চিপের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে বলে দাবি করা হয়েছে। Pixel 7 স্টক অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

উল্লেখযোগ্যভাবে, গুগলের Pixel ফোনগুলি বছরের পর বছর উৎকৃষ্ট মানের এবং সম্ভবত সেরা ক্যামেরা পারফরম্যান্স দেওয়ার জন্য তাদের খ্যাতি বজায় রেখেছে। Pixel 7-এর রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর অবস্থান করছে। আর ফোনের সামনে সেলফির জন্য রয়েছে একটি ১০.৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, Pixel 7 ৪,৩৫৫ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পিক্সেল ফোনটির ব্যাক প্যানেলের ওপরের অংশ জুড়ে একটি অনুভূমিক স্ট্রিপ সহ একটি স্বতন্ত্র ডিজাইন রয়েছে। Google Pixel 7 অবসিডিয়ান, লেমনগ্রাস এবং স্নো (হোয়াইট)- এই তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago