অসাধারণ ক্যামেরা সহ Google Pixel 7 ও Pixel 7 Pro আজ লঞ্চ হচ্ছে, লাইভ দেখুন এখানে

পিক্সেল-প্রেমীদের অপেক্ষার দিন শেষ! কেননা আজ অর্থাৎ ৬ই অক্টোবর ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Pixel 7 স্মার্টফোন সিরিজ। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগেই আলোচ্য লাইনআপের অধীনে আসন্ন Pixel 7 এবং Pixel 7 Pro ফ্ল্যাগশিপ দুটির একাধিক কী-ফিচার অনলাইনে ফাঁস হয়ে গেছে। যার দরুন উক্ত ডিভাইস-দ্বয়ের ডিজাইন থেকে প্রসেসর ভার্সন এমনকি চার্জিং ক্যাপাসিটির বিশদ পর্যন্ত আমাদের জানা। যাইহোক আপনাদের মধ্যে যারা Pixel 7 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে আগ্রহী, তারা আজ সন্ধ্যা ৭:৩০ টা থেকে সংস্থার অফিসিয়াল ইউটিউব (YouTube) চ্যানেলের মাধ্যমে ইভেন্টের লাইভ-স্ট্রিমিং উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে Google। প্রসঙ্গত, এই স্মার্টফোন সিরিজের পাশাপাশি আজ Pixel Watch -ও লঞ্চের মুখ দেখতে চলেছে।

ভারতে Google Pixel 7 series -এর সম্ভাব্য দাম

গুগলের ঘোষণা অনুযায়ী, পিক্সেল ৭ স্মার্টফোন সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য আজ অর্থাৎ ৬ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে। আর আজই হয়তো ভারতীয় বাজারে গুগল পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো এর দাম কত রাখা হয়েছে তাও সংস্থাটি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

তবে পূর্ব প্রকাশিত লিকগুলির ভিত্তিতে, আমেরিকায় পিক্সেল ৭ সিরিজের প্রারম্ভিক মূল্য ৫৯৯ ডলার রাখা হবে, যা ভারতীয় মূল্যে প্রায় ৪৮,৮০০ টাকার সমান। কিন্তু, ইলেক্ট্রনিক্স ডিভাইসের উপর প্রযোজ্য জিএসটি (GST), কাস্টম ডিউটি ​​চার্জ এবং অন্যান্য নিয়মবিধির কারণে সম্ভবত মার্কিন বাজারের চেয়ে তুলনায় খানিকটা বেশি ‘প্রাইস ট্যাগ’ সহ ডিভাইস দুটি এদেশে আসবে বলে আমাদের অনুমান।

https://youtu.be/dMSMv3oLtK4

Google Pixel 7 series -এর ভারতে প্রি-অর্ডারের বিবরণ

ভারতে, গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের প্রি-অর্ডারের কার্যক্রম আজ থেকেই শুরু হবে। ফ্লিপকার্ট প্রদত্ত লিস্টিং অনুসারে, যেসকল গ্রাহকেরা নতুন পিক্সেল ফোন আগাম বুকিং করবেন তারা ৯,৯৯৯ টাকা দামের পিক্সেল বাডস এ সিরিজ (Pixel Buds A series) -কে মাত্র ৫,৯৯৯ টাকার বিনিময়ে পকেটস্থ করতে পারবেন। আবার, একটি ফিটবিট ইন্সপায়ার ২ ফিটনেস ব্যান্ড (Fitbit Inspire 2 fitness band) -কে ৩,০০০ টাকা ছাড়ের সাথে কেবল ৪,৯৯৯ টাকা খরচ করে নিজের নামে করতে পারবেন গ্রাহকেরা। এছাড়া, পিক্সেল ৭ সিরিজ যারা প্রি-অর্ডার করবেন তারাই সবথেকে প্রথমে ডেলিভারি পাওয়ার অগ্রাধিকার পাবেন।

ফ্লিপকার্ট এখনও আলোচ্য সিরিজের সাথে উপলব্ধ ব্যাঙ্ক অফারের বিশদ প্রকাশ করেনি। তবে মনে হচ্ছে, লঞ্চের দিন অর্থাৎ আজ গুগল স্বয়ং অফারগুলি নিশ্চিত করবে।

Google Pixel 7 series -এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

ডিজাইন, ডিসপ্লে প্যানেল :

টেক জায়ান্ট গুগল ইতিমধ্যে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন দুটি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য নিশ্চিত করেছে। যেমন, পিক্সেল ৭ সিরিজ পূর্বসূরি অর্থাৎ পিক্সেল ৬ (Pixel 6) সিরিজের অনুরূপ ডিজাইনের সাথে আসবে। ফলে আপকামিং সিরিজও পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন এবং হরাইজেন্টাল বা অনুভূমিক রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে। উক্ত সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল থাকবে। অন্যদিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোন একটি ৬.৭-ইঞ্চির OLED কোয়াড এইচডি প্লাস (QHD+) স্ক্রীনের সাথে আসতে পারে, যা একটি স্মুথ স্ক্রলিং অভিজ্ঞতার জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। আবার স্ক্রিনে প্রদর্শিত কনটেন্টের উপর ভিত্তি করে ৫জি ফোনগুলি যাতে ১ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে রিফ্রেশ রেট সামঞ্জস্য করতে সক্ষম হয় তার জন্য LTPO প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

প্রসেসর, সফ্টওয়্যার ভার্সন :

নতুন পিক্সেল ফোনগুলি দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপসেটের সাথে সজ্জিত হয়ে আসবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এগুলিতে গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপ :

গুগল দ্বারা শেয়ার করা টিজার পোস্টার অনুসারে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। আর ‘প্রো’ মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এক্ষেত্রে সংস্থাটি দাবি করছে যে, নতুন পিক্সেল ৭ সিরিজ “আরো ডিটেল” “আরো ফোকাস” এবং “আরো ম্যাজিক” (ইরেজার টুল) প্রদান করবে। আবার অপর একটি টিজারে, আলোচ্য ডিভাইস দুটি ৪এক্স (4x) অপটিক্যাল জুম অফার করতে পারে।

ফটোগ্রাফির জন্য, পিক্সেল ৭ প্রো ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৪৮-মেগাপিক্সেল টেলিফটো শুটার অন্তর্ভুক্ত থাকতে পারে। দেখতে গেলে এই ক্যামেরা সেটআপ পূর্বসূরির অনুরূপ। তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে, হয়তো ৪৮-মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সরকে ৪৮-মেগাপিক্সেল Samsung GM1 ক্যামেরার সাথে অদলবদল করা হয়েছে। যাইহোক রিয়ার ক্যামেরাগুলি সম্ভবত OIS এবং EIS টেকনোলজি সমর্থন করবে। আর ডিভাইসের সামনে গত বছরের মডেলের মতো এবারও ১১-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি, ফাস্ট চার্জিং ক্যাপাসিটি :

এই বছর গুগল তাদের ফোনগুলিতে ফাস্ট চার্জিং স্পিড অফার করবে না বলেই মনে হচ্ছে। সাম্প্রতিক লিক অনুসারে, পিক্সেল ৭ সিরিজে কেবল ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে রিটেল বক্সে কোন চার্জার থাকবে না। এক্ষেত্রে গুগল দাবি করেছে যে, তাদের প্রদত্ত ৩০ ওয়াট চার্জার প্রায় এক ঘন্টার মধ্যে ডিভাইসকে ১০০% চার্জ করতে সক্ষম হবে। তদুপরি, পিক্সেল ৭ প্রো ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা হয়তো ওয়্যারড চার্জিংয়ের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করতে পারে।