ফাঁস Google Pixel 7a এবং Pixel Fold-এর দাম, কিনতে গেলে হতে পারে পকেট ফাঁকা

এই মাসের শুরু থেকেই টেকমহলে চর্চা শুরু হয়েছে যে অ্যান্ড্রয়েড জায়ান্ট Google, নতুন Pixel 7a এবং Pixel Fold স্মার্টফোনের ওপর কাজ করছে। যদিও এগুলি বাজারে আসতে এখনো অনেক দেরি, তবুও Pixel 7a মডেলের সম্ভাব্য রেন্ডার মাসের শুরুতেই ফাঁস হয়েছে; সামনে এসেছে এর কিছু মূল বিবরণও। তবে এবার এই ফোনগুলির দাম সংক্রান্ত তথ্যও এবার অনলাইনে লিক হল। সাধারণত, কোনো প্রোডাক্ট লঞ্চের কয়েক মাস আগে তার স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস হয়, কিন্তু এত আগে ডিভাইসের দাম ফাঁস হওয়াটা বেশ আশ্চর্যজনক; এতে নতুন প্রোডাক্ট সম্পর্কে মানুষের কৌতুহল অনেকটাই কমে যায়। যাইহোক, এক্ষেত্রে সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে আসন্ন Google Pixel 7a এবং Pixel Fold স্মার্টফোন ভারতের বাজারে বেশি দামেই বিক্রি হবে।

ফাঁস হল Google Pixel 7a এবং Pixel Fold-এর দাম

অনুমান করা হচ্ছে যে, আসন্ন পিক্সেল ৭এ ফোনের দাম এর পূর্বসূরি পিক্সেল ৬এ মডেলের সমতুল্য হবে। আসলে অ্যান্ড্রয়েড নির্মাতা সংস্থাটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, আসন্ন পিক্সেল এ সিরিজের ফোনটির দাম হবে ৪৪৯ ডলার, ভারতীয় মূল্যে যা প্রায় ৩৭,১৮৫ টাকা। তবে ইন্ডিয়ান মার্কেটে এটি আরেকটু বেশি দামেই বিক্রি হতে পারে।

এদিকে পিক্সেল ফোল্ডের হাত ধরে গুগল, ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে প্রবেশ করবে; সোজা কথায় বললে গুগল পিক্সেল ফোল্ড হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ ডিজাইনের ফোনটি ১,৭৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায়
১.৪৯ লক্ষ টাকা) দামে লঞ্চ হবে। এই প্রসঙ্গে বলে রাখি, স্যামসাং (Samsung)-এর লেটেস্ট গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Galaxy Z Fold 4) মডেলটি চলতি বছর ১.৫৪ লক্ষ টাকায় লঞ্চ হয়েছিল। তাই বাজারের পুরোনো খেলোয়াড়ের সাথে টেক্কা দিতে হলে গুগলকে এর থেকে কম দামে নিজের প্রোডাক্ট লঞ্চ করাই ভালো কৌশল হবে!

ফাঁস হওয়া দামই শেষ কথা নয়

নতুন গুগল পিক্সেল ডিভাইসদুটির দাম শুনে যারা চিহ্নিত হয়ে পড়েছেন তাদের বলে রাখি, গুগল, আগামী বছরের এপ্রিল বা মে মাসে অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৩ (Google I/O 2023) ইভেন্টে এগুলি লঞ্চ করবে। আর লঞ্চ ইভেন্ট হতে যেহেতু এখনো অনেক দেরি আছে, তাই তাই কোম্পানি পিক্সেল ৭এ বা পিক্সেল ফোল্ডের দাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারে – এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়না।