সুখবর, বাড়ি বসেই ঠিক করতে পারবেন Google Pixel 7a স্মার্টফোন, সারাইয়ের সবকিছু দেবে সংস্থা

Google কয়েক মাস আগে তাদের মিড রেঞ্জ ফোন Google Pixel 7a লঞ্চ করে। এখন সংস্থাটি এই ফোনকে Self Repair Program পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করল। যার…

Google কয়েক মাস আগে তাদের মিড রেঞ্জ ফোন Google Pixel 7a লঞ্চ করে। এখন সংস্থাটি এই ফোনকে Self Repair Program পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করল। যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন বাড়িতে বসেই ফোনের যেকোনো সমস্যা নিজেরাই ঠিক করে নিতে পারবেন, আর এর জন্য কোম্পানিটি iFixit এর সাথে অংশীদারিত্ব করেছে। চলুন বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Google Pixel 7a কে অন্তর্ভুক্ত করা হলো সেলফ রিপেয়ার প্রোগ্রামে

গুগল এই প্রোগ্রামটি প্রথম ২০২২ সালে লঞ্চ করেছিল, আর এখন এই প্রোগ্রামে গুগল তার লেটেস্ট স্মার্টফোন গুগল পিক্সেল ৭এ কে অন্তর্ভুক্ত করেছে। অতএব, এর দ্বারা ব্যবহারকারীরা এখন বাড়িতে বসেই নিজের ডিভাইসটা মেরামত করতে পারবেন। এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিন, রিয়ার ক্যামেরা হোল্ডার, রিয়ার কভার, ক্যামেরা সেন্সর এবং ব্যাটারির মতো পার্টসগুলি নিজেই মেরামত করতে পারবেন।

গুগলের এই স্কিমটি শুধু যে ব্যবহারকারীর টাকা সাশ্রয় করবে তা নয়, এটি ই-বর্জ্যের পরিমাণ কমাবে। যার মাধ্যমে পরিবেশ দূষণ অনেকটা কম হবে। গুগল এই ডিভাইসকি ঠিক করার জন্য ব্যবহারকারীদের একটি টুলকিটও দেবে, তবে যদি ফোনের মাদারবোর্ড বা প্রসেসরের মত হার্ডওয়ার সমস্যা দেখা দেয় তাহলে আপনাকে ফোনটি সার্ভিস সেন্টারে যেতে হবে।

Google Pixel 7a-এর স্পেসিফিকেশন

Google Pixel 7a স্মার্টফোনে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে গুগলের টেন্সর জি২ প্রসেসর। উল্লেখ্য, গত বছর গুগল এই প্রসেসরের সাথে পিক্সেল৭ এবং পিক্সেল৭ প্রো লঞ্চ করেছিল। এছাড়াও, এই ফোনে টাইটান এম২ সিকিউরিটি প্রসেসরও উপস্থিত।

গুগলের এই স্মার্টফোনে আছে ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ। আর কানেক্টিভিটি অপশন হিসেবে এতে অন্তর্ভুক্ত ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৫.৩ এবং এনএফসি ছাড়াও ইউএসবি টাইপ-সি পোর্ট (৩.২ জেনারেশন ২)।