Categories: Mobiles

১১ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই বাজিমাত করবে Google Pixel 8 5G, দাম ও স্পেসিফিকেশন ফাঁস হল

Google চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে অর্থাৎ অক্টোবর মাসে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Pixel 8 লঞ্চ করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে গত বছরের মতো এইবার কিন্তু টেক জায়ান্টটি I/O 2023 টেক কনফারেন্স চলাকালীন আলোচ্য লাইনআপের ‘প্রি-ভিউ’ বা ঝলক দেখায়নি। ফলে সিরিজ অন্তর্গত ডিভাইসগুলি দেখতে কেমন হবে বা কিরকম ফিচার অফার করতে পারে সেই সম্পর্কিত কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। যদিও হালফিলে কিছু মার্কেট রিসার্চার সংস্থা ও টিপস্টারের দৌলতে Google -এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ডিজাইন রেন্ডার এবং কিছু কী-ফিচার ফাঁস হয়। আর আজ প্রখ্যাত টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) Pixel 8 সিরিজের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

Google Pixel 8 5G স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস

টিপস্টার যোগেশ ব্রারের রিপোর্ট অনুযায়ী, গুগলের আসন্ন স্মার্টফোন লাইনআপের বেস মডেল অর্থাৎ পিক্সেল ৮ ৫জি (Pixel 8 5G) -এর দাম পূর্বসূরির থেকে অধিক রাখা হতে পারে। মূলত আসন্ন ডিভাইসটিকে একাধিক ফিচারগত আপগ্রেডেশনের সাথে লঞ্চ করা হবে বলেই দাম বেশি রাখা হবে। সেক্ষেত্রে আসন্ন পিক্সেল ৮ ৫জি মডেলটিকে গুগল তাদের হোম মার্কেটে সম্ভবত ৬৪৯ থেকে ৬৯৯ ডলারের মধ্যে লঞ্চ করতে পারে। অর্থাৎ ভারতে এটি প্রায় ৫৩,৬০০ টাকা থেকে ৫৭,৮০০ টাকার মধ্যে আসতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, পিক্সেল ৭ ৫জি (Pixel 7 5G) -এর দাম আমেরিকায় ৫৯৯ ডলার (৪৯,৫০০ টাকা) রাখা হয়েছিল।

আমরা আগেই বলেছি যে, Google Pixel 8 5G -কে অক্টোবরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হবে। আর যেহেতু পূর্বসূরি পিক্সেল ৭ সিরিজকে ইতিমধ্যেই ভারতে ঘোষণা করা হয়েছে, সেহেতু উত্তরসূরিকেও এদেশে চালু করা হতে পারে। এক্ষেত্রে লঞ্চ-পরবর্তী সময়ে আসন্ন পিক্সেল ৮ সিরিজকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে হয়তো। কেননা ভারতের জন্য আলোচ্য অনলাইন শপিং পোর্টালটি গুগলের অফিসিয়াল ই-কমার্স পার্টনার।

এদিকে যোগেশ ব্রার তার রিপোর্টে আরো উল্লেখ করেছে যে, Pixel 8 5G স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭১-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে এবং ৮ জিবি র‍্যাম থাকবে। আর সিরিজের বেস মডেলটিকে মোট দুটি স্টোরেজ বিকল্পের সাথে লঞ্চ করা হবে, যথা – ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। আসন্ন এই ফোনটি, গুগলের নিজেস্ব তথা আপকামিং টেনসর জি৩ (Google Tensor G3) চিপসেট সহ আসতে পারে। এই প্রসেসর একটি প্রাইম কর্টেক্স এক্স৩ (Cortex X3) কোর, চারটি কর্টেক্স-এ৭১৫ (Cortex-A715) কোর এবং চারটি কর্টেক্স-এ৫১০ (Cortex-A510) কোর যুক্ত।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ডিভাইসটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এই ক্যামেরাগুলি – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Samsung GN2 প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Pixel 8 5G -তে ১১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

আপকামিং এই গুগল হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৪৮৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলেও দাবি করেছেন যোগেশ ব্রার। এই ব্যাটারি ২৪ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১২ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করতে পারে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গুগল বহু আগেই তাদের স্মার্টফোনের সাথে আসা রিটেল বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে দিয়েছে।
ফলে পিক্সেল ৮ ৫জি ফোনের সাথেও চার্জার না দেওয়া হলে আমরা একটুও অবাক হবো না।

প্রসঙ্গত, সম্প্রতি মাইস্মার্টপ্রাইস (MySmartPrice) Google Pixel 8 5G স্মার্টফোনের ডিজাইন রেন্ডার প্রকাশ করে। রেন্ডার ইমেজ অনুসারে, আলোচ্য মডেলটি পূর্বসূরির তুলনায় ছোটখাটো কিছু ডিজাইন-গত পরিবর্তন সহ আসবে। এর এজগুলি আরও গোলাকার এবং ফ্রেমটি কার্ভড হবে। আর ডিভাইসের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থান করবে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago