Google Pixel 8 Now Available With Rupees 20000 Discount On Flipkart

সেরা ক্যামেরা ফোন খোঁজ করছেন? Google Pixel 8 বিক্রি হচ্ছে 20 হাজার টাকারও বেশি ছাড়ে

Google এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Google Pixel 8 এখন আগের তুলনায় আরো সস্তা হয়ে গেছে। হ্যাঁ ঠিকই পড়েছেন, বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে আগের থেকে অনেক কম দামে। লঞ্চের সময় Google Pixel 8-এর দাম ছিল ৭৫,৯৯৯ টাকা, তবে বর্তমানে এটি কেনার জন্য আপনাকে এত টাকা খরচ করতে হবে না। বিভিন্ন ডিল ও ডিসকাউন্টের পর আপনি এটি প্রায় ২০,০০০ টাকা কমে কিনতে পারবেন। আসুন Google Pixel 8 ডিভাইসটির বর্তমান দাম ও এর স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

Google Pixel 8-এর বর্তমান দাম এবং অফার

লঞ্চের সময় Google Pixel 8-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৫,৯৯৯ টাকা। আর এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৮২,৯৯৯ টাকা। উল্লেখ্য, দুটি ভ্যারিয়েন্টেই ৮ জিবি র‍্যাম উপস্থিত। তবে, বর্তমানে এ Flipkart-এ এই ডিভাইসের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৬৩,৯৯৯ টাকায় অর্থাৎ এখন এটি কিনলে আপনি পেয়ে যাচ্ছেন ১২,০০০ টাকা ছাড়। আবার, যাদের আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে, তারা অতিরিক্ত ৮,০০০ টাকা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন, যার পর ফোনটির কার্যকরী মূল্য হবে ৫৫,৯৯৯ টাকা। অর্থাৎ Flipkart-এ সম্পূর্ণ অফারের সুবিধা পেলে আপনি ডিভাইসটি কিনতে পারবেন এমআরপির থেকে ২০,০০০ টাকারও কমে।

আর এই ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে থাকছে ৯,০০০ টাকার ডিসকাউন্ট, যার পর এই ডিভাইসটি পাওয়া যাবে ৭৩,৯৯৯ টাকায়। আর আগের মডেলের মতোই এই ডিভাইসেও ব্যাঙ্ক অফারগুলি উপলব্ধ। এছাড়াও, যদি কেউ পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চান তাহলে এর উভয় ভ্যারিয়েন্টেই পেয়ে যাবেন ৫৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। তবে মনে রাখতে হবে, পুরনো ফোনের অবস্থা, মডেল এবং ব্র্যান্ডের উপর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে।

Google Pixel 8-এর স্পেসিফিকেশন

Google Pixel 8 ফোনে আছে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যা ২০০০ নিট ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। গুগল টেনসর জি৩ চিপসেট দ্বারা চালিত এই ডিভাইসে এআই ফিচারও দেওয়া হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৪-এর লেটেস্ট ভার্সন ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য গুগলের স্মার্টফোনে আছে ৪,৫৭৫ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর বিদ্যমান। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে আছে ১১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মনে রাখবেন Samsung এবং Apple-এর মতো Google-ও স্মার্টফোনের সাথে কোনো চার্জার অফার করে না।