অ্যান্ড্রয়েড ফোন তো আছে, গুগলের নিজস্ব স্মার্টফোন কিনবেন নাকি? ১৮ হাজার টাকা পর্যন্ত দাম কমল

গুগল পিক্সেল ৯ সিরিজের লঞ্চের আগে এখন দাম কমলো গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো মডেলগুলির।

Google Pixel 8 Pixel 8 Pro Get Up To Rs 18000 Discount Ahead Of Pixel 9 Series Launch On August 14

আগামী ১৪ আগস্ট গুগল ভারতের বাজারে পরবর্তী প্রজন্মের গুগল পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। আসন্ন লাইনআপটির লঞ্চের আগে এখন ফ্লিপকার্টে বর্তমান প্রজন্মের গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো মডেলগুলির ওপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে। ৭৫,৯৯৯ টাকায় লঞ্চ করা গুগল পিক্সেল ৮ বর্তমানে সর্বনিম্ন ৬১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত এবং গুগল পিক্সেল ৮ প্রো ১,০৬,৯৯৯ টাকা থেকে কমে ৯৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা ফ্লিপকার্টে তালিকাভুক্ত মূল্যের ওপরে অতিরিক্ত ব্যাঙ্ক ছাড়ও পাবেন।

গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে বিশাল ডিসকাউন্টের সাথে

৭৫,৯৯৯ টাকা মূল্যের গুগল পিক্সেল ৮ ফোনটির অবসিডিয়ান এবং মিন্ট কালার অপশন দুটি ৬২,৯৯৯ টাকায় এবং হ্যাজেল এবং রোজ অপশনটি ৬১,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে তালিকাভুক্ত হয়েছে। গুগল পিক্সেল ৮ ফোনটিকে ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথেও পাবেন৷ এটি হ্যান্ডসেটের দাম ৭৫,৯৯৯ টাকা থেকে কমিয়ে ৫৬,৯৯৯/৫৭,৯৯৯ টাকায় নিয়ে আসবে। অর্থাৎ, ফোনটি প্রায় ১৮,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, গুগল পিক্সেল ৮ প্রো ফোনটি ৮,০০০ টাকা কমে ৯৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এর পাশাপাশি, ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে ইনস্ট্যান্ট ১০,০০০ টাকা ছাড় পাবেন, যা দাম কমিয়ে ৮৮,৯৯৯ টাকায় নিয়ে আসবে৷

গুগল পিক্সেল ৯ সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

গুগল পিক্সেল ৯, গুগল পিক্সেল ৯ প্রো, গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেল সমন্বিত গুগল পিক্সেল ৯ সিরিজটি গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড ফোল্ডিং সহ শীঘ্রই ফ্লিপকার্টে কেনার জন্য উপলব্ধ হবে। ফ্লিপকার্ট প্রিভিউ পেজ অনুসারে, গুগল পিক্সেল ৯ সিরিজ কার্ভড এজ এবং একটি ফ্ল্যাট ফ্রেমের সাথে আসবে। ক্যামেরার ক্ষেত্রে, এটি পূর্ববর্তী প্রজন্মের মতো ভিসার ডিজাইনের পরিবর্তে ফ্লোটিং আইল্যান্ড ডিজাইনের সাথে আসবে। স্মার্টফোনগুলি ব্ল্যাক এবং অফ হোয়াইট সহ একটি নতুন পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হতে পারে।

দাম সর্ম্পকে বললে, গুগল পিক্সেল ৯ দুটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ হবে, যা ৮৯৯ ইউরো (প্রায় ৮০,০০০ টাকা)-এর প্রারম্ভিক মূল্যে লঞ্চ হতে পারে। অন্যদিকে, গুগল পিক্সেল ৯ প্রো ফোনের দাম শুরু হতে পারে ১,০৯৯ ইউরো (প্রায় ৯৭,৫০০ টাকা) থেকে।