Categories: Mobiles

অন্ধকারেও দিনের মতো ছবি, স্যামসাং এর দুর্ধর্ষ ক্যামেরা এবার Google Pixel 8 Pro ফোনে

গত বছর অক্টোবরে Pixel 7 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার পর, গুগল (Google) বর্তমানে পরবর্তী Pixel 8 লাইনআপের ডিভাইসগুলির ওপর কাজ করছে। যদিও, এর লঞ্চের এখনও কয়েকমাস বাকি রয়েছে, তবে ইতিমধ্যেই আসন্ন পিক্সেল ফোনগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। আর এখন এক নির্ভরযোগ্য সূত্র মারফৎ জানা গেছে যে, Google Pixel 8 Pro মডেলে স্যামসাং (Samsung)-এর সবচেয়ে বড় ক্যামেরা সেন্সর, ISOCELL GN2 ব্যবহার করা হবে। দু’বছর আগে বাজারে আসা এই ক্যামেরা সেন্সরটিতে ৫০ মেগাপিক্সেলের রেজোলিউশন রয়েছে এবং এটির আকার ১/১.১২ ইঞ্চি।

আবার সেন্সরটির পিক্সেল আকার ১.৪ মাইক্রোমিটার (μm), যা ৪-ইন-১ পিক্সেল বিনিং প্রক্রিয়ার সাথে ২.৮ মাইক্রোমিটার (μm) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি ক্যামেরাকে লো লাইট অবস্থার জন্য আদর্শ করে তোলে। অন্যদিকে, স্যামসাংয়ের লেটেস্ট Galaxy S23 Ultra-এ ব্যবহৃত ISOCELL HP2 ক্যামেরা সেন্সরটি কিন্তু ১৬-ইন-১ পিক্সেল বিনিংয়ের পরে ২.৪ মাইক্রোমিটার (μm) পিক্সেল পর্যন্তই পৌঁছতে পারে। আসুন তাহলে Pixel 8 Pro-এর শক্তিশালী ক্যামেরা সেন্সরটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়।

Google Pixel 8 Pro-এ ব্যবহৃত হবে Samsung-এর ISOCELL GN2 সেন্সর

জিএন২ ক্যামেরা সেন্সর একটি রিমোজাইক অ্যালগরিদম ব্যবহার করে ১০০ মেগাপিক্সেলের ছবি তৈরি করতে পারে এবং ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৮কে (8K) ভিডিও, ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৪কে (4K) ভিডিও এবং ৪৮০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ফুলএইচডি ভিডিও রেকর্ড করতে পারে। এটি দ্রুত, নির্ভরযোগ্য ও নির্ভুল ফোকাস এবং স্ট্যাগার্ড এইচডিআরের জন্য ডুয়েল পিক্সেল প্রো অটোফোকাস অফার করে, যা রেগুলার এইচডিআর-এর থেকে ২৪% কম শক্তি ব্যবহার করে এবং হাইলাইট ও শেডগুলিতে ডিটেলস ধরে রাখতে পারে।

জানিয়ে রাখি, Pixel 6 সিরিজের সময় থেকে গুগল স্যামসাংয়ের ক্যামেরা সেন্সর, ডিসপ্লে প্যানেল, মডেম এবং অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম তাদের স্মার্টফোনে ব্যবহার করে আসছে এবং পরবর্তী প্রজন্মের পিক্সেল ফোনগুলিতেও দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির নির্মিত কম্পোনেন্টই ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। ISOCELL GN2 ক্যামেরা সেন্সর সহ Google Pixel 8 Pro ফোনটিতে Samsung Galaxy S23 Ultra-এর থেকে একটি বড় ক্যামেরা সেন্সর দেখা যাবে, যা স্মার্টফোন ক্যামেরার মার্কেটে শীর্ষ প্রতিযোগী হিসাবে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে স্যামসাং ছাড়া প্রায় সব স্মার্টফোন ব্র্যান্ডই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১-ইঞ্চির ক্যামেরা সেন্সর ব্যবহার করছে বা আগামী দিনে ব্যবহার করা পরিকল্পনা করছে। আর এখন Pixel 8 Pro-এ ISOCELL GN2 ক্যামেরা সেন্সরের অন্তর্ভুক্তির সংবাদটি গ্রাহকদেরকে বিশ্বমানের ক্যামেরা প্রযুক্তি প্রদান করার গুগলের প্রতিশ্রুতিটিকেই তুলে ধরেছে। Pixel 8 Pro আসন্ন পিক্সেল সিরিজের একটি আকর্ষণীয় অংশ হবে এবং এটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে একটি সম্ভাবনাময় প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করবে।

Ananya Sarkar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

9 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

17 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

46 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago